Manipur Violence

মণিপুর নিয়ে ফের তোপ প্রধানমন্ত্রীকে

সাইবোলে গোলমালের ঘটনা নিয়ে গত কাল রাজ্যে কুকি মঞ্চ কোটুর ডাকা বন্‌ধের জেরে ফের গোলমাল ও এসপি মনোজ প্রভাকরের জখম হওয়ার ঘটনার পরে এ দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫ ০৯:৪৭
(বাঁ দিকে) কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ডান দিকে)।

(বাঁ দিকে) কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ডান দিকে)। —ফাইল চিত্র।

মণিপুরের কাংপোকপিতে শুক্রবার রাতে এসপি অফিসে হামলা, এসপির জখম হওয়া ও নতুন করে শুরু হওয়া অর্থনৈতিক অবরোধের প্রসঙ্গ তুলে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধলেন জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়্গে। বললেন, “শেষ বার আপনি ভোট চাইতে মণিপুরে গিয়েছিলেন। কিন্তু গত ৬ শতাধিক দিন ধরে চলা সংঘর্ষে আড়াইশোর বেশি প্রাণহানির ঘটনা, ষাট হাজারের বেশি মানুষের গৃহহীন হওয়া ও বহু গ্রাম মুছে যাওয়ার পরেও আপনি সেখানে যাচ্ছেন না। যেখানে সুপ্রিম কোর্ট বলেছে মণিপুরে শান্তি ফেরানো রাজ্য ও কেন্দ্রের দায়িত্ব, সেখানে আপনার মুখ্যমন্ত্রী নির্লজ্জের মতো ক্ষমা চাইছেন এবং আপনার একটি বারও সেখানে না যাওয়াকে আড়াল করছেন।”

Advertisement

খড়্গে আরও বলেন, “আমরা দায়িত্ব নিয়ে বলছি, সীমান্ত রাজ্য মণিপুরকে অশান্ত রাখার পিছনে বিজেপির কোনও গোপন অভিসন্ধি রয়েছে। আমরা গত বছর ৬ ডিসেম্বর ইন্ডিয়া জোটের বৈঠকের পরে আপনার কাছে তিনটি অনুরোধ রেখেছিলাম, বছর শেষের আগে মণিপুরে যাওয়া, মণিপুরের পরিস্থিতি নিয়ে নিজে হস্তক্ষেপ করা এবং দিল্লিতে আপনার দফতরে সর্বদলীয় বৈঠক ডাকা।” খড়্গে প্রধানমন্ত্রীর উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে বলেন, “এ ভাবে রাজধর্ম পালনে আপনার ব্যর্থতা থেকে আপনি পালাতে পারবেন না। বিজেপিই সেই স্ফুলিঙ্গ যা মণিপুরকে দহন করে চলেছে।”

এ দিকে, সাইবোলে গোলমালের ঘটনা নিয়ে গত কাল রাজ্যে কুকি মঞ্চ কোটুর ডাকা বন্‌ধের জেরে ফের গোলমাল ও এসপি মনোজ প্রভাকরের জখম হওয়ার ঘটনার পরে এ দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। বিরাট পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েনকরা হয়েছে এলাকায়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে কোটু তাদের বন্‌ধ আরও ২৪ ঘণ্টার জন্য বাড়িয়েছে। নিরাপত্তা উপদেষ্টার নির্দেশে কাংপোকপিতে থাকা বর্তমান কেন্দ্রীয় বাহিনীকে সরিয়ে নতুন বাহিনী মোতায়েন করা হচ্ছে সেখানে।

Advertisement
আরও পড়ুন