গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
পহেলগাম জঙ্গি হামলার পরে ওই ঘটনা নিয়ে সর্বদলীয় বৈঠকে যোগ না দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে।
শনিবার তিনি বলেন, “প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন, আমরা সবাই তাতে যোগ দিয়েছিলাম। লোকসভা এবং রাজ্যসভার বিরোধী দলনেতারাও উপস্থিত ছিলেন। সরকার যখন বৈঠক ডাকে, তখন সরকারের প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকা উচিত। তাঁর অনুপস্থিতি যথাযথ নয়। এত গুরুতর ঘটনা ঘটেছে। ২৬ জন প্রাণ হারিয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। প্রধানমন্ত্রীর মনোভাব ঠিক ছিল না। তিনি নির্বাচনী বক্তৃতা দিতে বিহারে গিয়েছিলেন, কিন্তু দিল্লিতে আসতে পারেননি। এতেই প্রমাণিত হয় যে, তিনি বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন না। অন্য কোথাও ইংরেজি এবং হিন্দিতে বক্তৃতা দেওয়ার পরিবর্তে,
তাঁর এখানে এসে ঠিক কী ঘটেছে, সে সম্পর্কে যথাযথ ব্যাখ্যা দেওয়া
উচিত ছিল।’’
কংগ্রেস সভাপতি আরও বলেন, ‘‘এটা কেন ঘটেছে? কে দায়ী? এটা কি নিরাপত্তার ত্রুটি,
গোয়েন্দাদের ত্রুটি, আইবি’র ত্রুটি, তথ্যদাতার ব্যর্থতা, নাকি পুলিশের ব্যর্থতা? আমাদের জানাতে হবে যে, এটা কার ব্যর্থতা, কিন্তু তিনি আসেননি। ফলস্বরূপ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বে বৈঠকটি হয়।”