CBI

ভুয়ো আইপিএস অফিসার সেজে প্রতারণা, দিল্লিতে সিবিআই ধরল অভিযুক্তকে

গত ২২ নভেম্বর ভুয়ো আইপিএস অফিসার সেজে ৬ জনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

Advertisement
সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২২ ২১:৫৩
মঙ্গলবার সিবিআই যাঁকে ধরেছে তাঁর নাম কভ্যি রেড্ডি শ্রীনিবাস রাও।

মঙ্গলবার সিবিআই যাঁকে ধরেছে তাঁর নাম কভ্যি রেড্ডি শ্রীনিবাস রাও।

তামিলনাডু ভবনে দাপিয়ে বেড়ানো এক প্রতারককে অবশেষে ধরল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)। মঙ্গলবার সিবিআই যাঁকে ধরেছে তাঁর নাম কভ্যি রেড্ডি শ্রীনিবাস রাও। তাঁর বাড়ি বিশাখাপত্তনমে।

গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি অনেক দিন ধরেই বিভিন্ন জনকে ঠকাতেন নানা রকম ছদ্মবেশে। বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মীদের সমস্যার সমাধান করে দেওয়ার প্রতিশ্রুতি দিতেন দামি উপহারের বিনিময়ে। জানা গিয়েছে, গত ২২ নভেম্বর তিনি ভুয়ো আইপিএস অফিসার সেজে ৬ জনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাঁদের তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, বকেয়া সব সরকারি কাজ মিটিয়ে দেবেন। বিনিময়ে দিতে হবে দামি সমস্ত উপহার।

Advertisement

তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, এর আগেও বহু বার এমন প্রতিশ্রুতি দিয়েছেন কভ্যি। অনেকের কাছ থেকে দামি উপহার নিয়ে তাদেরকে চাকরিও পাইয়ে দিয়েছেন। তবে, দামি উপহার হিসেবে তিনি কী কী নিতেন সেই বিষয় এখনও কোনও তথ্য জানা যায়নি।

আরও পড়ুন
Advertisement