BSF

জম্মুতে অনুপ্রবেশের চেষ্টা, একাধিক সতর্কবার্তার পর গুলি চালাল বিএসএফ, হত পাক অনুপ্রবেশকারী

পাকিস্তান থেকে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছিল এক ব্যক্তি। বিএসএফের তরফে একাধিক বার সতর্ক করা হলেও সে তোয়াক্কা করেনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৪ ১৬:২৮
BSF foils infiltration attempt in international border of Jammu and Kashmir

সীমান্তে প্রহরা। —ফাইল চিত্র।

কাশ্মীর উপত্যকায় জঙ্গি কার্যকলাপ দমনে সম্প্রতি একাধিক অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। নিয়ন্ত্রণরেখা বরাবর নজরদারি আরও জোরদার করা হয়েছে। এ সবের মধ্যেই সীমান্ত দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল এক পাকিস্তানি অনুপ্রবেশকারী। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানেরা ওই অনুপ্রবেশকারীকে একাধিক বার সতর্ক করলেও, সে তোয়াক্কা করেনি। সেই কারণে গুলি চালাতে বাধ্য হয় সীমান্তরক্ষী বাহিনী এবং তাতে মৃত্যু হয় ওই পাকিস্তানি অনুপ্রবেশকারীর।

Advertisement

নিরাপত্তা বাহিনীর সূত্রকে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, বুধবার রাতে জম্মু ও কাশ্মীরের সাম্বাতে ভারত-পাক সীমান্তবর্তী এলাকায় খোরার কাছে এক অনুপ্রবেশকারী ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করছিল। তখনই বিষয়টি নজরে আসে সীমান্তরক্ষী বাহিনীর। জওয়ানেরা একাধিক বার ওই অনুপ্রবেশকারীকে থামার জন্য সতর্ক করেন। কিন্তু ইতিবাচক ফল না মেলায় গুলি চালান বিএসএফ জওয়ানেরা। সীমান্তরক্ষী বাহিনীর তরফেও এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে বুধবার রাতের ঘটনার কথা নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক দিনে কাশ্মীর উপত্যকায় জঙ্গি কার্যকলাপ দমনে একাধিক পদক্ষেপ করেছে নিরাপত্তা বাহিনী। ঘন ঘন চলেছে অভিযান। সীমান্তবর্তী এলাকায় নজরদারিও বাড়ানো হয়েছে। সম্প্রতি নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গিয়েছিল, পাকিস্তান থেকে বেশ কিছু জঙ্গি জম্মুতে এসে গা ঢাকা দিয়ে রয়েছে। তাদের খুঁজে বের করতে প্যারা স্পেশাল ফোর্সের কমান্ডোও মোতায়েন করা হয়েছিল জম্মুতে।

আরও পড়ুন
Advertisement