Gujarat election 2022

দেশদ্রোহীদের ‘সবক’ শেখাতে বিশেষ সেল, ২০ লক্ষ কাজ, বিজেপির গুজরাত ভোট-ইস্তাহার

‘সংকল্পপত্র’-এ লেখা হয়েছে, দেশবিরোধীদের মোকাবিলা করতে তৈরি করা হবে ‘অ্যান্টি র‌্যাডিক্যালাইজ়েশন সেল’। দেশে এর আগে কোনও নির্বাচনে এমন সেল তৈরির প্রতিশ্রুতির কথা শোনা যায়নি।

Advertisement
সংবাদ সংস্থা
আমদাবাদ শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২২ ১৭:২৩
গুজরাতে বিজেপির ইস্তাহার প্রকাশিত হল।

গুজরাতে বিজেপির ইস্তাহার প্রকাশিত হল। ছবি— পিটিআই।

গুজরাতের ভোটে দেশদ্রোহীদের ‘সবক’ শেখাতে নতুন সেলের প্রতিশ্রুতি দিল বিজেপি। শনিবার প্রকাশিত ‘সংকল্পপত্র’-এ লেখা হয়েছে, রাজ্যে দেশদ্রোহীদের মোকাবিলা করতে তৈরি করা হবে ‘অ্যান্টি র‌্যাডিক্যালাইজ়েশন সেল’। দেশে এর আগে কোনও নির্বাচনে এমন সেল তৈরির কথা শোনা যায়নি। এর পাশাপাশি সম্পূর্ণ অভিন্ন দেওয়ানি বিধি প্রয়োগ করার প্রতিশ্রুতিও দিয়েছে বিজেপি।

বিজেপির সংকল্পপত্রে লেখা হয়েছে, আদিবাসী অধ্যুষিত ৫৬টি তালুকে রেশনের ‘মোবাইল ডেলিভারি’ দেওয়া হবে। যাকে অনেকেই বাংলায় অধুনা বন্ধ হয়ে যাওয়া ‘দুয়ারে রেশন’ প্রকল্পের অনুকরণ বলে মনে করছেন। এ ছাড়াও রয়েছে ২০ লক্ষ কাজ তৈরির প্রতিশ্রুতি।

Advertisement
গুজরাতে ভোটের আগে ইস্তাহার প্রকাশ করল বিজেপি।

গুজরাতে ভোটের আগে ইস্তাহার প্রকাশ করল বিজেপি। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

এক নজরে দেখে নেওয়া যাক বিজেপির ইস্তাহারের বিশেষ বিশেষ প্রতিশ্রুতি।

  • গুজরাতের আদিবাসী অধ্যুষিত ৫৬টি তালুকে ‘দুয়ারে রেশন’ পরিষেবা।
  • আগামী পাঁচ বছরে গুজরাতের যুব সম্প্রদায়ের জন্য ২০ লক্ষ কর্মসংস্থান।
  • বয়স্ক মহিলাদের বিনামূল্যে বাসযাত্রা।
  • আগামী পাঁচ বছরে ১ লক্ষেরও বেশি মহিলাকে সরকারি চাকরি দেওয়া হবে।
  • শ্রমিকদের ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনও জামিনদার প্রয়োজন হবে না। সে জন্য সরকার শ্রমিক ক্রেডিট কার্ড প্রদান করবে।
  • আর্থিক ভাবে দুর্বল পরিবারের মেধাবী পড়ুয়াদের ইলেকট্রিক স্কুটার করতে প্রকল্প চালু হবে।
  • তফসিলি উপজাতি পড়ুয়াদের জন্য ৮টি মেডিক্যাল কলেজ এবং ১০টি নার্সিং এবং প্যারামেডিক্যাল কলেজ স্থাপন করা হবে।
  • গোশালাগুলোর উন্নয়নে ৫০০ কোটি টাকা অতিরিক্ত বাজেট বরাদ্দ করা হবে। এক হাজারটি অতিরিক্ত পশু চিকিৎসালয় তৈরি করা হবে।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement