মৃত বিজেপি নেতা কমল দে। ছবি: সংগৃহীত।
গুয়াহাটিতে রাস্তার পাশ থেকে উদ্ধার এক বিজেপি নেতার দেহ। পাশেই পড়ে ছিল তাঁর স্কুটার। পুলিশের অনুমান, কমল দে নামে ওই নেতার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। যদিও পরিবার সেই দাবি মানতে নারাজ। তারা সন্দেহ প্রকাশ করে দাবি করেছে, খুন করা হয়েছে তাঁকে। কমল জালুকবাড়ির মণ্ডল সভাপতি। ওই জালুকবাড়ি কেন্দ্রেরই বিধায়ক হলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
সোমবার সকালে শঙ্করনগর এলাকায় রাস্তার ধারে কমলকে পড়ে থাকতেন দেখেন প্রাতর্ভ্রমণকারীরা। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। গুয়াহাটির পুলিশ কমিশনার পার্থসারথি মহান্ত জানিয়েছেন, স্পিড ব্রেকারে ধাক্কা দেওয়ার পরে স্কুটার থেকে ছিটকে পড়েন কমল। তাতেই তাঁর মৃত্যু হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে এমন মনে করছে পুলিশ।
মহান্ত আরও জানিয়েছেন, সোমবার রাত ২টো ৪৭ মিনিট নাগাদ এই ঘটনা হয়েছে। সিসি ক্যামেরায় ওই সময়টাই ধরা পড়েছে। সে সময় কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি। মহান্তের কথায়, ‘‘প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে, দু্র্ঘটনায় মৃত্যু হয়েছে কমলের। তবে সেই নিয়ে কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন বলে আমরা সব দিক খতিয়ে দেখছি।’’