নীতীশ কুমার। —ফাইল চিত্র।
বিহারে বিধানসভা ভোটে নীতীশ কুমারকে সামনে রেখে লড়ার সিদ্ধান্ত নিলেও দিল্লিতে তাঁর দলকে ২-৩টির বেশি আসন ছাড়তে নারাজ বিজেপি। সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের পরিবারের সঙ্গে দেখা করতে রবিবার দিল্লি আসেন নীতীশ। আজ বিজেপির একাধিক নেতার সঙ্গে বৈঠক করেন তিনি। সূত্রের মতে, বিহার ও দিল্লির নির্বাচন নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা হয়। বিহারের মতো দিল্লিতেও দু’দল জোট করে লড়ার ইচ্ছপ্রকাশ করে নীতীশ জানান, দিল্লির ৭০টি আসনের মধ্যে অন্তত ১৭টি আসনে বিহারিদের প্রভাব রয়েছে। তাই অন্তত ১২টি আসন জেডিইউ-কে ছাড়া হোক। যদিও বিজেপি ৩ থেকে ৫টি আসনের বেশি ছাড়তে নারাজ।
ঝাড়খণ্ড নির্বাচনে জেডিইউ বিস্তর আলোচনা করে পেয়েছিল মাত্র দু’টি আসন! জেডিইউয়ের এক নেতার কথায়, ‘‘বিজেপি বরাবরই শরিক দলকে আরও দুর্বল করার নীতি নিয়ে চলে। শরিকদের শক্তিবৃদ্ধি তাদের কাঙ্খিত নয়। তাই শরিকদের আসন ছাড়ার প্রশ্নে এত দর কষাকষি করে।’’