টুইটারে মোদী লেখেন, গুয়াহাটির মানুষ ভোট দিয়েছেন উন্নয়নের পক্ষে।
অসমের গুয়াহাটি পুরসভা (জিএমসি) ভোটে বড় ব্যবধানে জয় বিজেপির। ৬০ ওয়ার্ডের পুরভোটে ৫২টিতেই জয় পেল গেরুয়া শিবির। পাশাপাশি, বিজেপির জোটসঙ্গী অসম গণ পরিষদ (এজিপি) পেল মোট ছ’টি আসন। বাকি দু’টি আসনের একটি পেয়েছে আম আদমি পার্টি এবং অন্যটি এজেপি। সেখানে খাতাই খুলতে পারেনি কংগ্রেস ও বামেরা।
গত শুক্রবার পুরসভার মোট ৫৭টি আসনে ভোট হয়। বাকি তিন আসনে বিপরীতে কোনও প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় বিজেপি। রবিবার ভোটের ফল প্রকাশের পর দেখা গেল কেবল ৪২ নম্বর ওয়ার্ডে আপ প্রার্থী মাসুমা বেগম এবং ১ নম্বর ওয়ার্ডে এজেপি প্রার্থী হুকুম চাঁদ ছাড়া বিরোধীরা কার্যত দাঁত ফোটাতে পারেনি। দীর্ঘ ন’বছর পর হওয়া গুয়াহাটি পুরভোটে একটি আসন পায়নি কংগ্রেস। চারটি আসনে লড়ে শূন্য হাতে ফিরল সিপিএম।
রবিবার ভোটের ফলপ্রকাশের অব্যবহিত পরেই গুয়াহাটির নাগরিককে ধন্যবাদ জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে তিনি লেখেন, ‘‘ধন্যবাদ গুয়াহাটি! সুন্দর শহরের নাগরিকরা উন্নয়নের পক্ষে ভোট দিয়ে বিজেপিকে আরও শক্তিশালী করলেন। সেই সঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার শাসনে রাজ্য সরকারের কঠোর পরিশ্রমকে আশীর্বাদ করেছেন। কঠোর পরিশ্রমের জন্য বিজেপির প্রতিটি কর্মীকে আমার কৃতজ্ঞতা জানালাম।’’
I bow my head to the people of Guwahati for giving @BJP4Assam & its allies a historic win in #GMCElections.
— Himanta Biswa Sarma (@himantabiswa) April 24, 2022
With this massive mandate, people have reaffirmed their faith on our development journey under the guidance of Adarniya PM Shri @narendramodi ji.@JPNadda @BJP4India pic.twitter.com/AWZ5mqIhc3
টুইট করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তও। গুয়াহাটি পুরভোটের জয়কে ‘ঐতিহাসিক’ বলে দাবি করে প্রধানমন্ত্রী মোদীর ভূয়সী প্রশংসা করেন তিনি। লেখেন, মোদীর উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন গুয়াহাটিবাসী। টুইটারে গুয়াহাটির মানুষকে ধন্যবাদ জানিয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাও। উল্লেখ্য, ২০১৩ সালের ভোটে জয়ের পর গুয়াহাটি পুরসভার দখল নেয় কংগ্রেস। কিন্তু কিছু দিন পরেই ভাঙন ধরে। একের পর এক কাউন্সিলর বিজেপিতে যোগদান করেন। পুরবোর্ড গঠন করে বিজেপি।