—প্রতীকী চিত্র।
পরকীয়া সন্দেহে তুমুল ঝগড়া হয়েছিল স্বামীর সঙ্গে। তা নিয়ে নানা জায়গায় নালিশও করে এসেছিলেন স্বামী। তার এক দিন পরেই হামলা হল বধূর উপর। তাঁকে রাস্তায় ফেলে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ছয় যুবকের বিরুদ্ধে। ওই মহিলাকে নিশানা করে প্রকাশ্যে পাথরও ছোড়া হয়েছে বলে অভিযোগ। মহিলার অভিযোগ, এই হামলার নেপথ্যে রয়েছেন তাঁর স্বামী।
বেঙ্গালুরুর ঘটনা। মহিলাকে প্রকাশ্যে মারধরের ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এর পরেই তদন্তে নেমে ছ’জনকে গ্রেফতার করে পুলিশ। মহিলার অভিযোগ, গত ৭ এপ্রিল এক আত্মীয় তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন বাড়িতে। ওই আত্মীয়ের সঙ্গে আরও এক জন এসেছিলেন। একসঙ্গে তাঁরা ঘুরতেও বেরিয়েছিলেন। তবে সন্ধ্যা নাগাদ ফিরে আসেন বাড়িতে। সেই সময় স্ত্রীকে দুই পুরুষের সঙ্গে দেখে রেগে যান তাঁর স্বামী। তা নিয়ে দু’জনের মধ্যে অশান্তি হয়। তার পরেই হামলা।
গত ১১ এপ্রিল পুলিশে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা মহিলা। এর পরেই ছ’জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কেউ গাড়িচালক, কেউ লোহার ছাঁট ব্যবসায়ী, কেউ আবার আখের রস বিক্রি করেন। বাকিদের এক জন মোটরবাইক সারাইয়ের কাজ করেন, আর এক জন মৎস্যজীবী।