Bengaluru Murder Case

‘একটা মরাঠি গানেই মাথা গরম হয়ে গেল’, স্ত্রীকে মেরে সুটকেসে ভরার কারণ ব্যাখ্যা বেঙ্গালুরুর যুবকের

স্ত্রীকে খুন করে সুটকেসে ভরে ফ্ল্যাট থেকে পালিয়ে গিয়েছিলেন বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি কর্মী। গত ২ এপ্রিল পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে পেয়েছে। জেরার মুখে ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৫ ১৪:৩৩
Bengaluru man confesses reason of murdering wife

বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি কর্মী রাকেশ খেদেকার এবং তাঁর স্ত্রী গৌরী সামব্রে। ছবি: এক্স।

বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি কর্মী রাকেশ খেদেকার পুলিশি জেরার মুখে স্ত্রীকে খুনের কারণ ব্যাখ্যা করেছেন। সেই রাতে কী কী ঘটেছিল, পর পর বর্ণনা করেছেন তিনি। জানিয়েছেন, সব ঠিকঠাকই চলছিল। কিন্তু একটি মরাঠি গান শুনে তাঁর মাথা গরম হয়ে যায়। যার ফলে স্ত্রীকে তিনি খুন করে ফেলেন।

Advertisement

স্ত্রী গৌরী সামব্রেকে কোপানের পর সুটকেসে ভরে ফ্ল্যাট থেকে বেরিয়ে গিয়েছিলেন রাকেশ। বাইরে থেকে ফোন করে ওই আবাসনেরই এক জনকে নিজের কীর্তির কথা জানান। খুনের কথা স্বীকার করে নেন তিনি। পরে পুলিশ তাঁকে গ্রেফতার করে। রাকেশ এবং গৌরী মহারাষ্ট্রের বাসিন্দা। কর্মসূত্রে বেঙ্গালুরুতে গিয়েছিলেন। গত ২৬ মার্চ ফ্ল্যাটে গৌরীকে হত্যা করা হয়।

গত ২ এপ্রিল রাকেশকে নিজেদের হেফাজতে নিয়েছে বেঙ্গালুরুর পুলিশ। তিনি তদন্তকারীদের জানিয়েছেন, তাঁর বাবা, মা এবং বোনকে নিয়ে মাঝেমধ্যেই মজা করতেন গৌরী। তাতে তাঁর রাগ হত। কিন্তু সেই রাগ স্ত্রীর সামনে তিনি প্রকাশ করতেন না। তাঁর কথায়, ‘‘আমার পরিবারকে নিয়ে খারাপ খারাপ কথা বলত গৌরী। আমার তাতে খারাপ লাগত। মুম্বই ছেড়ে বেঙ্গালুরুতে আসার পরমার্শও ওর ছিল। কিন্তু এখানে আসার পর প্রায় এক মাস ও কোনও চাকরি পায়নি। তাই আবার মুম্বই ফিরে যাবে বলছিল। তা নিয়ে প্রায়ই আমাদের ঝগড়া হত।’’

২৬ মার্চ কী কী ঘটেছিল? রাকেশ জানান, সন্ধ্যায় তাঁরা হাঁটতে বেরিয়েছিলেন। তার পর মদ এবং খাবার কিনে বাড়ি ফেরেন। প্রায় প্রতি সন্ধ্যাতেই তাঁরা একসঙ্গে মদ খেতেন। গৌরী নানা রকম গান চালাতেন। সে দিন পালা করে একে অপরের পছন্দের গান চালাবেন ঠিক হয়েছিল। কয়েকটি গানের পর গৌরীর পালা এলে একটি বিশেষ মরাঠি গান চালান তিনি। তাতে বাবা এবং ছেলের সম্পর্কের কথা বলা ছিল। তা নিয়ে স্বামীকে কটাক্ষ করছিলেন গৌরী। অভিযোগ, রাকেশের মুখের সামনে এসে ফুঁ দেন তিনি। বিরক্ত হয়ে রাকেশ তাঁকে ধাক্কা মারেন। এর পর রেগে গিয়ে গৌরী রান্নাঘর থেকে ছুরি বার করে আনেন। সেই ছুরি দিয়ে স্ত্রীর গলায় পর পর দু’বার কোপ মারেন রাকেশ। পেটে ছুরি বসান এক বার।

পুলিশকে যুবক জানিয়েছেন, স্ত্রীকে কোপানোর পর দীর্ঘ ক্ষণ তাঁর পাশে বসেছিলেন তিনি। কী কারণে তাঁর উপর রাগ হল, কেন এই কাজ করলেন, বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। মুম্বই ফেরার কথা ভেবে একটি সুটকেস খালি করেছিলেন গৌরী। সেই সুটকেসেই এর পর স্ত্রীকে ঢুকিয়ে দেন। তার আগে স্ত্রীর নাড়ি টিপে দেখে নিয়েছিলেন রাকেশ। নাড়ি চলছিল না। তদন্তকারীদের সন্দেহ, তখনও গৌরীর মৃত্যু হয়নি। সম্ভবত জীবিত অবস্থাতেই তাঁকে সুটকেসে ভরা হয়েছিল। সুটকেসটি টেনে শৌচাগারের কাছে নিয়ে যান রাকেশ। তার পর ফ্ল্যাটে তালা দিয়ে বেরিয়ে যান। খুনের ঘটনাটি ঘটেছিল রাত পৌনে ৯টা থেকে ৯টার মধ্যে। রাকেশ ফ্ল্যাট ছাড়েন পৌনে ১টা নাগাদ। তাঁর বয়ান খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন