India-China Relationship

আবার ভারত থেকে চিনে সরাসরি উড়ান! বেজিঙের সঙ্গে কথা বলছে নয়াদিল্লি

ভারত এবং চিনের মধ্যে সরাসরি উড়ান যে আবার চালু হতে পারে, সেই ইঙ্গিত গত মাসে দিয়েছিলেন কলকাতায় চিনের কনসাল জেনারেল জু ওয়েই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ১৭:১১
আবার ভারত-চিনের মধ্যে চালু হচ্ছে উড়ান পরিষেবা!

আবার ভারত-চিনের মধ্যে চালু হচ্ছে উড়ান পরিষেবা! —প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভারত এবং চিনের কূটনৈতিক শীতলতা অনেকটাই কেটে গিয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখা শান্ত। অতিমারিও এখন অতীত। এই আবহে আবার ভারত থেকে চিনে সরাসরি উড়ান চালু হতে পারে। সোমবার ভারতীয় অসামরিক বিমান মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই বিষয়ে বেজিঙের সঙ্গে কথা বলছে বিদেশ মন্ত্রক। সব ঠিকঠাক চললে প্রায় পাঁচ বছর পর দুই দেশের মধ্যে আবার চালু হবে উড়ান।

Advertisement

ভারত এবং চিনের মধ্যে সরাসরি উড়ান যে আবার চালু হতে পারে, সেই ইঙ্গিত গত মাসে দিয়েছিলেন কলকাতায় চিনের কনসাল জেনারেল জু ওয়েই। তিনি জানান, দুই দেশের মধ্যে সরাসরি উড়ান পরিষেবা চালু করতে ক্রমাগত কথা বলছে ভারত এবং চিন। সোমবার ভারতীয় অসামরিক বিমান মন্ত্রকের সচিব ভুমলুনমাং ভুয়ালনাম বলেন, ‘‘আলোচনা শুরু হয়েছে। সরাসরি উড়ান চালু করার জন্য বেজিংয়ের সঙ্গে বিদেশ মন্ত্রক নীতিগত ঐক্যমত্যে পৌঁছেছে।’’ পিটিআইকে তিনি আরও জানিয়েছেন, বিদেশ মন্ত্রকের নির্দেশিকা মেনেই এই উড়ান পরিষেবা চালু করা হবে। এ দেশের বিমান সংস্থারগুলির দাবিও যাতে মেটে, সেই ব্যবস্থাও করা হচ্ছে।

গত জানুয়ারি মাসে ভারত-চিনের মধ্যে সরাসরি উড়ান পরিষেবা ফের চালু করা নিয়ে প্রথম সচেষ্ট হয় নয়াদিল্লি। তার আগে চিন সফরে গিয়েছিলেন বিদেশ সচিব বিক্রম মিস্রী। তার পরেই বিবৃতি দিয়ে উড়ান পরিষেবা চালু করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছিল নয়াদিল্লি। প্রসঙ্গত, গত মাসেই ভারত এবং চিনের কূটনৈতিক সম্পর্ক ৭৫ বছরে পা দিয়েছে। সেই প্রসঙ্গেই গত মাসে চিনের কনসাল জেনারেল ওয়েই বলেছিলেন, ‘‘ভারত-চিনের সম্পর্কের বসন্ত এসে গিয়েছে।’’

Advertisement
আরও পড়ুন