Bangladeshi Infiltration

অসমে ধরা পড়লেন দু’জন বাংলাদেশি অনুপ্রবেশকারী, পাকড়াও করে ফেরত পাঠানো হল পদ্মাপারে

দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে সম্প্রতি পাকড়াও করেছিল অসম পুলিশ। তাঁদের আবার ফেরত পাঠানো হয়েছে পদ্মাপারে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দাবি করেছেন, গত এক মাসে ৩৫ জন অনুপ্রবেশকারীকে ধরা হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৪ ১৩:৪৫
সীমান্তে বিএসএফের নজরদারি।

সীমান্তে বিএসএফের নজরদারি। —ফাইল চিত্র।

ভারতে অনুপ্রবেশকারী দুই বাংলাদেশিকে পাকড়াও করে আবার পদ্মাপারে ফেরত পাঠানো হল। অসমের বদরপুর রেলস্টেশন থেকে সম্প্রতি বাংলাদেশি এক যুবক ও এক যুবতীকে আটক করেছিল পুলিশ। ধৃতদের নাম মাসুম খান ও সনিয়া আখতার। সীমান্তরক্ষী বাহিনী এবং অসম পুলিশের উদ্যোগে তাঁদের আবার বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। শনিবার রাতে এ কথা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি দাবি করেছেন, ওই দু’জন বাংলাদেশের মাধবপুর থেকে ত্রিপুরার আগরতলা হয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিলেন।

Advertisement

বেঙ্গালুরুর উদ্দেশে যাওয়ার পরিকল্পনা ছিল ধৃত দুই বাংলাদেশির। তবে বেঙ্গালুরু যাওয়ার আগেই বদরপুর স্টেশনের কাছে অসম পুলিশের হাতে ধরা পড়ে যান দু’জনে। উল্লেখ্য, জুলাই মাস থেকে বাংলাদেশে এক হিংসাত্মক আন্দোলন দেখা গিয়েছিল। উত্তাল হয়েছিল বাংলাদেশের রাজনৈতিক বাতাবরণ। অসমের মুখ্যমন্ত্রী শনিবার এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, গত এক মাসে ৩৫ জন অনুপ্রবেশকারীকে পাকড়াও করা হয়েছে। তবে ধৃতদের মধ্যে কেউ ধর্মীয় সংখ্যালঘু ছিলেন না বলেই দাবি হিমন্তের।

প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের চেষ্টায় একাধিক ব্যক্তি ধরা পড়েছেন সীমান্তবর্তী এলাকায়। শুধু অসমেই নয়, ত্রিপুরা থেকেও সম্প্রতি এমন প্রচুর বাংলাদেশিকে পাকড়াও করা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গত ২০ অগস্ট পশ্চিম ত্রিপুরা থেকে ১৮ জন বাংলাদেশিকে আটক করা হয়েছিল। সঙ্গে ধরা পড়েছিলেন পাঁচ জন ভারতীয় দালালও। এই পশ্চিম ত্রিপুরা জেলার সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে। শনিবারও পশ্চিম ত্রিপুরার নিশ্চিন্তপুরে সীমান্তবর্তী এলাকা থেকে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছিলেন বিএসএফের জওয়ানেরা।

আরও পড়ুন
Advertisement