এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
রান্না করা নিয়ে রুমমেটের সঙ্গে অশান্তি! তার জেরে খুনের অভিযোগে গ্রেফতার হলেন উত্তরপ্রদেশের ৪৫ বছর বয়সি এক ব্যক্তি। অভিযোগ, ভাড়াবাড়িতে রুমমেটকে দেশি এবং বিদেশি মদের মিশ্রণ পান করিয়ে খুন করেছেন তিনি! তার পর বাড়ি ছেড়ে পালিয়ে যান। শনিবার তাঁকে গ্রেফতার করল পুলিশ।
উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদ এলাকার এক ভাড়াবাড়িতে থাকতেন সুধীর শর্মা। তাঁর সঙ্গে ওই বাড়িতেই ভাড়া ভাগাভাগি করে থাকতেন ফারুখাবাদের বাসিন্দা নেত্রাম শর্মা। গত ২১ মার্চ ওই বাড়ি থেকে দুর্গন্ধ পান স্থানীয়েরা। সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে দরজা ভেঙে নেত্রামের নিথর পচাগলা দেহ উদ্ধার করে। প্রথমে ঘটনাটি নিয়ে ধন্দে ছিল পুলিশ। খুন না আত্মহত্যা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। ঘটনার তদন্তে নেমে ওই বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তারা।
সেই সিসিটিভি ফুটেজে দেখা যায়, ১৭ মার্চ সকালে সুধীর বাড়িতে বাইরে থেকে তালা লাগিয়ে চলে যান। কিন্তু দু’-তিন দিন কেটে গেলেও তিনি আর ফিরে আসেননি। এতেই তাঁর উপর সন্দেহ জাগে পুলিশের। তার পরই সুধীরের খোঁজ শুরু করেন তদন্তকারীরা। পরে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জেরার মুখেই খুনের কথা স্বীকার করেন সুধীর। তিনি জানান, রান্না করা নিয়ে গত ১৫ মার্চ নেত্রামের সঙ্গে ঝগড়া শুরু হয়। সেই ঝগড়ার জেরে ১৬ মার্চ রাতে নেত্রামকে দু’ধরনের মদ মিশিয়ে খাওয়ান সুধীর। মদ খেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন নেত্রাম। তাঁকে কম্বল চাপা দিয়ে পালিয়ে যান অভিযুক্ত।