তিন বছর আগে অন্ধ্রের যুবক জ্ঞানেশ্বরের সঙ্গে বিয়ে হয় অনূষার। ছবি: সংগৃহীত।
অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অভিযোগ প্রকাশ্যে আসার পরই ওই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ।
ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে অনুষার (২৭) সঙ্গে কোনও কারণে অশান্তি হয় তাঁর স্বামী জ্ঞানেশ্বরের। অভিযোগ, তর্কাতর্কির মাঝেই আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর নাক-মুখ চেপে শ্বাসরোধ করার চেষ্টা করেন তিনি। তার ফলে অচৈতন্য হয়ে পড়েন অনুষা। নিজের ‘ভুল’ বুঝতে পেরে তড়িঘড়ি তাঁকে নিয়ে হাসপাতালে যান জ্ঞানেশ্বর। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। চিকিৎসকেরা অনুষাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েন অভিযুক্ত যুবক। পরে তিনি নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
পুলিশ জানিয়েছে, বিশাখাপত্তনমের পিএম পালেমের উদা কলোনির বাসিন্দা জ্ঞানেশ্বর থানায় এসে নিজের অপরাধ স্বীকার করেন। শহরের মধ্যে তাঁর একটি খাবারের দোকান রয়েছে। বছর তিন আগে প্রেম করে বিয়ে হয় অনুষা এবং জ্ঞানেশ্বরের। কিন্তু বিয়ের পর থেকেই নানা কারণে দু’জনের মধ্যে মতবিরোধ দেখা যায়। সোমবার ঝগড়ার সময় রাগের মাথাতেই স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেন জ্ঞানেশ্বর। পুলিশ খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।