Acid Attack on Wife

বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীর উপর অ্যাসিড হামলা! দগ্ধ দুই কন্যাও, পলাতক অভিযুক্ত স্বামী

স্বামীর সঙ্গে বনিবনা না-হওয়ায় সন্তানদের নিয়ে আলাদা থাকতে শুরু করেছিলেন মহিলা। একটি ভাড়াবাড়িতে থাকতে শুরু করেন তিনি। সেই ভাড়াবাড়িতে লুকিয়ে প্রবেশ করে অ্যাসিড হামলা চালান অভিযুক্ত স্বামী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৬:০৩
উত্তরপ্রদেশে মহিলা এবং তাঁর দুই কন্যার উপর অ্যাসিড হামলার অভিযোগ।

উত্তরপ্রদেশে মহিলা এবং তাঁর দুই কন্যার উপর অ্যাসিড হামলার অভিযোগ। —প্রতিনিধিত্বমূলক ছবি।

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করছিলেন স্বামী। শুধুমাত্র সেই সন্দেহের বশেই স্ত্রীর উপর অ্যাসিড হামলা চালানোর অভিযোগ উঠল উত্তরপ্রদেশের এক বাসিন্দার বিরুদ্ধে। অ্যাসিড হামলা হয়েছে দম্পতির দুই কন্যার উপরও। তাদের মধ্যে এক জন নাবালিকা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার টিকরি গ্রামে। মহিলা এবং দুই কন্যা বর্তমানে গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘটনার পর থেকে এলাকা থেকে পলাতক অভিযুক্ত স্বামী। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ।

Advertisement

স্থানীয় এবং পরিবার সূত্রে খবর, প্রথমে উত্তরপ্রদেশের শাহবাদ হরদই এলাকায় থাকতেন রামগোপাল এবং তাঁর স্ত্রী রামগুনি। তাঁদের দুই কন্যা এবং এক পুত্র রয়েছেন। স্বামীর সঙ্গে বনিবনা না-হওয়ায় প্রায়শই সংসারে অশান্তি লেগে থাকত বলে দাবি স্থানীয়দের। শেষে শাহবাদ এলাকায় স্বামীর বাড়ি ছেড়ে সন্তানদের নিয়ে শাহজাহানপুরের টিকরি গ্রামে এসে থাকতে শুরু করেন মহিলা।

শাহজাহানপুর (নগর) অতিরিক্ত পুলিশ সুপার দেবেন্দ্র কুমার জানান, টিকরি গ্রামে সন্তানদের নিয়ে একটি ভাড়া বাড়িতে থাকতেন মহিলা। গত শুক্রবার রাতে রামগুনি এবং তাঁর দুই কন্যা ঘুমানোর সময় লুকিয়ে বাড়িতে প্রবেশ করেন অভিযুক্ত। ঘুমন্ত অবস্থায় থাকা স্ত্রী এবং দুই কন্যার উপর অ্যাসিড হামলা চালিয়ে তিনি পালিয়ে যান বলে অভিযোগ। পরে ওই মহিলার ছেলে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। প্রাথমিক অনুসন্ধানের পরে পুলিশ জানিয়েছে, মহিলার ছেলে ঘটনার সময় বাড়িতে ছিলেন না। তিনি এক বন্ধুর বাড়িতে ছিলেন সেই সময়ে।

আলাদা থাকতে শুরু করার পর স্ত্রী কোনও বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলে সন্দেহ করতেন রামগোপাল। সেই সন্দেহের বশে টিকরিতে মহিলার ভাড়াবাড়িতে এসে আগেও বেশ কয়েক বার অশান্তি পাকিয়েছিলেন বলে অভিযোগ। অভিযুক্ত রামগোপালের পুত্রের দাবি, তাঁর বাবা নিয়মিত মদ্যপান করেন এবং নেশার কারণে শাহবাদ এলাকায় চাষের জমিও বিক্রি করে দিয়েছিলেন। এর পরেই অতিষ্ঠ হয়ে রামগুনি তাঁর সন্তানদের নিয়ে টিকরিতে এসে থাকতে শুরু করেন।

Advertisement
আরও পড়ুন