ছবি পিটিআই।
স্পিকার হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন রাহুল নরবেকর। মহারাষ্ট্র বিধানসভায় উঠল ‘জয় শ্রীরাম’, ‘জয় ভবানী, জয় শিবাজি’ ধ্বনি।
মহাবিকাশ আঘাডীর প্রার্থী রঞ্জন সালভি ১০৭ ভোটে পরাজিত হয়েছেন।
সোমবার মহারাষ্ট্র বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে একনাথ শিন্ডেকে। গত বৃহস্পতিবার তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেন।
বিজেপির প্রার্থী রাহুল নরবেকরের বিরুদ্ধে ভোটদানে বিরত ছিল সমাজবাদী পার্টি।
মহারাষ্ট্রের নতুন স্পিকার নির্বাচিত হলেন বিজেপির রাহুল নরবেকর। পেয়েছেন ১৬৪টি ভোট।
মহারাষ্ট্র বিধানসভায় বিশেষ অধিবেশন শুরু হল। স্পিকার নির্বাচন করা হবে।