Taj Mahal

Agra Metro Controversy: জামা মসজিদ নয়, আগরায় মেট্রো স্টেশন চাই মন্দিরের নামে, দাবিতে সরব বিজেপি

উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যের কাছে জামা মসজিদ স্টেশনের নাম বদলে বাবা মানকামেশ্বর স্টেশন করার দাবিতে দরবার বিজেপি বিধায়কের।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ মে ২০২২ ১৬:০৩

ফাইল ছবি।

আগরায় মেট্রো রেলের প্রথম পর্যায়ের কাজ চলছে। এরই মধ্যে প্রস্তাবিত একটি স্টেশনের নাম কী হবে, তা নিয়ে পথে নেমে পড়ল বিজেপি। প্রস্তাবিত জামা মসজিদ স্টেশনের নাম বদলে বাবা মানকামেশ্বর নাথ স্টেশন করার দাবিতে উপমুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি স্থানীয় বিজেপি বিধায়ক বিক্ষোভ সমাবেশ করারও হুঁশিয়ারি দিয়েছেন।

আগরায় মেট্রো চলবে। সেই উপলক্ষে চলছে স্তম্ভ নির্মাণের প্রথম পর্যায়ের কাজ। কিন্তু স্টেশনের নাম নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। বিতর্কের শুরু, সম্প্রতি উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যের আগরা সফরের সময়। সেই সময় কেশবের কাছে প্রস্তাবিত জামা মসজিদ স্টেশনের নাম বদলে বাবা মানকামেশ্বর স্টেশন করার দাবিতে দলবল নিয়ে দরবার করেন স্থানীয় বিজেপি বিধায়ক জিএস ধর্মেশ। বিজেপির দাবি, মানকামেশ্বর মন্দিরও ওই এলাকাতেই পড়ে। কেশব গোটা ঘটনা শুনে বলেন, ‘‘অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজর দিতে বলব।’’

এ বিষয়ে ভারতীয় মুসলিম বিকাশ পরিষদের চেয়ারম্যান সামি আঘাই বলেন, ‘‘আগরা এলাকার সবচেয়ে বড় জামা মসজিদ। উত্তরপ্রদেশের মেট্রো রেল কর্পোরেশন যখন এই স্টেশনের নাম দেওয়ার কথা ভেবেছেন, তাতে ভুল কিছু দেখছি না। কিছু লোকের অপ্রয়োজনীয় বিরোধিতার চাপে মাথা নত করে স্টেশনের নাম বদলানো উচিত হবে না।’’ মানকামেশ্বর মন্দিরের মহন্ত যোগেশ পুরী বলছেন, ‘‘আগরাকে ঘিরে আছে শিবের মন্দির। তাই এই স্টেশনের নাম মানকামেশ্বর নাথ মন্দিরের নামেই করা উচিত। কিন্তু এর পিছনে রাজনীতির কোনও জায়গা নেই।’’

Advertisement

যদিও ইউপি মেট্রো রেল কর্পোরেশনের এক আধিকারিক জানিয়েছেন, কোন স্টেশনের কী নাম দেওয়া হবে, তা ঠিক করে মেট্রো স্টেশন কমিটি। পাশাপাশি তিনি জানিয়েছেন, স্টেশনের নাম এখনও চূড়ান্ত হয়নি।

Advertisement
আরও পড়ুন