Suicide attempt near Parliament

সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা, যুবককে দ্রুত নিয়ে যাওয়া হল হাসপাতালে

দিল্লিতে সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু কী কারণে আত্মহত্যার চেষ্টা, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১৬:২০
গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা।

গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা। —প্রতীকী চিত্র।

দিল্লিতে সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। তাঁকে দ্রুত রামমোহন লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু কী কারণে আত্মহত্যার চেষ্টা, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দিল্লি পুলিশ। গিয়েছে ফরেন্সিক দলও। দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, তাঁরা তদন্ত শুরু করেছেন। তবে পুলিশ সূত্রে খবর, ওই যুবকের নাম জিতেন্দ্র। তিনি উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা। যুবকের শরীরের অনেকাংশ পুড়ে গিয়েছে। তাঁর অবস্থা সঙ্কটজনক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংসদ ভবনের সামনে একটি পার্কে গায়ে আগুন দিয়েছিলেন ওই যুবক। এর পর আগুনে জ্বলতে থাকা অবস্থাতেই সংসদ ভবনের দিকে ছুটে যেতে দেখা যায় তাঁকে। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল ঘিরে ফেলেছে। ঘটনাস্থল থেকে পেট্রলও উদ্ধার হয়েছে।

এক পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমে বলেন, ‘‘যুবকের নাম খুব সম্ভবত জিতেন্দ্র। তিনি উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা। সেই সময়ে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় পুলিশকর্মীরাই আগুন নিভিয়ে যুবককে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। হতে পারে ব্যক্তিগত কারণে এই ঘটনা ঘটিয়েছেন ওই যুবক।’’

Advertisement
আরও পড়ুন