Sexual abuse

৭০ বছর বয়সি অন্ধ মহিলাকে একা পেয়ে ধর্ষণ! অভিযুক্ত পুরনো বাড়ির মালিক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা ধানবাদের সুদামদিহ এলাকায় থাকেন। গত সোমবার নিজের বাড়িতে একা ছিলেন ওই মহিলা। তখনই বাড়িতে ঢুকে নির্যাতন করেন অভিযুক্ত।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৩ ১০:৩৯
representational image of rape

গত সোমবার নিজের বাড়িতে একা ছিলেন ওই মহিলা। তখনই বাড়িতে ঢুকে প্রৌঢ় নির্যাতন করেন বলে অভিযোগ। ছবি: প্রতীকী

৭০ বছরের এক মহিলাকে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত তাঁরই পুরনো বাড়ির মালিক। ঝাড়খণ্ডের ধানবাদের ঘটনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা ধানবাদের সুদামদিহ এলাকায় থাকেন। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচী থেকে ১৭০ কিলোমিটার দূরে এই এলাকা। ৭০ বছর বয়সি ওই বৃদ্ধা চোখে দেখতে পান না। গত সোমবার নিজের বাড়িতে একা ছিলেন ওই মহিলা। তখনই বাড়িতে ঢুকে নির্যাতন করেন অভিযুক্ত।

Advertisement

বুধবার থানায় ৫৫ বছরের ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতার আত্মীয়েরা। সুদামদিহ থানার অফিসার-ইন-চার্জ প্রদীপ রানা জানিয়েছেন, অভিযোগ করার পর থেকে ফেরার ওই ব্যক্তি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে। নির্যাতিতা এবং তাঁর পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নির্যাতিতার ছেলে জানিয়েছেন, অভিযুক্তের বাড়িতে এক স‌ময় ভাড়া থাকতেন তাঁরা। কয়েক মাস আগেই সেই বাড়ি ছেড়ে সুদামদিহ এলাকায় চলে এসেছেন।

Advertisement
আরও পড়ুন