Odisha

চার বছরের কন্যাসন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করলেন দম্পতি! ওড়িশায় গ্রেফতার ছ’জন

বুধবার ওড়িশার পিপলি এলাকার একটি গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বাবা-মাকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতি বিহারের বাসিন্দা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৭:০৬

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

৪০ হাজার টাকার জন্য চার বছরের মেয়েকে বিক্রি করে দিলেন বাবা-মা! সম্প্রতি ওড়িশার ভুবনেশ্বরে ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই ঘটনায় শিশুর বাবা-মা সহ ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে শিশুটিকেও।

Advertisement

বুধবার ওড়িশার পিপলি এলাকার একটি গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয়েছে তার বাবা-মাকে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দম্পতি বিহারের বাসিন্দা। বিগত বেশ কিছু দিন ধরেই তাঁরা অর্থকষ্টে ভুগছিলেন। এর মাঝে দুই দালালের মধ্যস্থতায় ওড়িশার এক নিঃসন্তান দম্পতির সঙ্গে তাঁদের পরিচয় হয়। ওই দম্পতি ছিলেন নিঃসন্তান। টাকার বিনিময়ে তাঁরা শিশুটিকে কিনে নিতে চান। অর্থাভাবের কথা ভেবে রাজি হয়ে যান বাবা-মাও। শেষমেশ ৪০ হাজার টাকায় রফা হয়!

ওড়িশা পুলিশের আধিকারিক তৃপ্তিরঞ্জন নায়ক জানিয়েছেন, শিশুটির বাবা-মা দু’জনেই পেশায় দিনমজুর। বুধবার সকালে পুলিশের কাছে খবর আসে, শিশুকন্যাকে বিক্রি করে দিয়েছেন বিহারের এক দম্পতি। এর পরেই নড়েচড়ে বসে পুলিশ। তদন্তে নেমে পিপলি থেকে শিশুটির খোঁজ পাওয়া যায়। তাকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া, ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটির বাবা-মা এবং ক্রেতা দম্পতি ছাড়াও ধৃতদের তালিকায় রয়েছেন দুই দালাল। শিশু বিক্রির ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা জানতে তদন্ত চলছে।

Advertisement
আরও পড়ুন