Pregnant Woman

সরকারি কর্মীদের ভুলে ‘অন্তঃসত্ত্বা’ ৪০ অবিবাহিতা! ‘মা’ হওয়ার শুভেচ্ছাবার্তা পেতেই হুলস্থুল বারাণসীতে

একের পর এক তরুণী ‘মা’ হওয়ার আগাম শুভেচ্ছাবার্তা পেতে শুরু করায় হুলস্থুল পড়ে যায় গ্রামে। মোবাইলে সরকারি বার্তা পাওয়ার পরই ওই গ্রামের অবিবাহিত তরুণীরা হতবাক হয়ে যান।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৫:৩৩
‘মা’ হওয়ার শুভেচ্ছাবার্তা পেতেই হুলস্থুল উত্তরপ্রদেশের গ্রামে। প্রতীকী ছবি।

‘মা’ হওয়ার শুভেচ্ছাবার্তা পেতেই হুলস্থুল উত্তরপ্রদেশের গ্রামে। প্রতীকী ছবি।

উত্তরপ্রদেশে একই গ্রামের ৪০ জন অবিবাহিতা ‘অন্তঃসত্ত্বা’ হয়ে পড়লেন। অবিশ্বাস্য লাগলেও এমনই ঘটনা ঘটেছে বারাণসীর মহলিয়া গ্রামে। মা হওয়ার আগাম শুভেচ্ছাবার্তাও পাঠানো হল তাঁদের। শুধু তা-ই নয়, এক জন অন্তঃসত্ত্বা হিসাবে কোন কোন সরকারি সুবিধা পাবেন, সেই বার্তাও মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় রাজ্যের শিশুবিকাশ দফতরের তরফে!

Advertisement

একের পর এক তরুণী ‘মা’ হওয়ার আগাম শুভেচ্ছাবার্তা পেতে শুরু করায় হুলস্থুল পড়ে যায় গ্রামে। মোবাইলে সরকারি বার্তা পাওয়ার পরই ওই গ্রামের অবিবাহিত তরুণীরা হতবাক হয়ে যান। তাঁদের যে বার্তা পাঠানো হয়েছে সেখানে লেখা, ‘‘পোষণ ট্র্যাকারে আপনাদের নাম নথিভুক্ত হয়েছে। ‘অন্তঃসত্ত্বা’দের জন্য সব রকম সরকারি সুযোগ সুবিধা পাওয়া যাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে। বিস্তারিত জানতে ১৪৪০৮ নম্বরে যোগাযোগ করতে পারেন।’’ এই বার্তা পাওয়ার পরই বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ জানান তরুণীরা।

বারাণসীর মুখ্য উন্নয়ন আধিকারিক হিমাংশু নাগপাল (সিডিও) জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মীদের ভুলে এই ঘটনা ঘটেছে। কর্তব্যে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট কর্মীদের শোকজ় নোটিস পাঠানো হয়েছে। পঞ্চায়েত প্রধান অমিত পটেল জানিয়েছেন, মুখ্য উন্নয়ন আধিকারিককে এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মীদের ভুলেই এই ঘটনা ঘটেছে। তবে এটি ভুলের কারণেই ঘটেছে, না কি নেপথ্যে অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন
Advertisement