Father and Daughter

বাবা-মেয়ে নন! আসল বিয়েও নয়, সমাজমাধ্যম প্রভাবীর নাটকের অংশ ঘিরে ছড়িয়েছিল বিতর্ক

সমাজবাদী পার্টির নেতা জয়সিংহ যাদব সম্প্রতি দাবি করেন, এক তরুণী তাঁর বাবাকে বিয়ে করেছেন। ওই তথ্য সঠিক নয়। তথ্যযাচাই সংস্থা জানিয়েছে, সেটি একটি নাটকের অংশ ছিল। যে তরুণীকে দেখা গিয়েছে ভিডিয়োয়, তিনি এক জন সমাজমাধ্যম প্রভাবী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ ২১:১৪
Viral

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যায় এই দু’জনকে। ওই ভিডিয়ো ঘিরে ছড়ায় বিতর্ক। ছবি: ভিডিয়ো থেকে প্রাপ্ত।

সমাজবাদী পার্টির নেতা জয়সিংহ যাদব সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন। পোস্টে জয়সিংহ দাবি করেন, এক তরুণী তাঁর বাবাকে বিয়ে করেছেন। পরে জানা যায়, তথ্যটি সঠিক নয়। এক তথ্যযাচাই সংস্থা জানিয়েছে, ভিডিয়োটি আসলে একটি নাটকের অংশ। ভিডিয়োয় যে তরুণীকে দেখা যাচ্ছে তিনি একজন সমাজমাধ্যম প্রভাবী। তাঁর সঙ্গে যে ব্যক্তিকে দেখা গিয়েছে ভিডিয়োয়, তিনিও অভিনয় করেন। সমাজবাদী পার্টির নেতার পোস্ট করা ভিডিয়োর একটি দীর্ঘতর সংস্করণও রয়েছে ইউটিউবে। ওই ভিডিয়োটিতে নির্মাতারা দাবি করেছেন, সেটি সম্পূর্ণ বিনোদনমূলক কারণে বানানো।

Advertisement

জয়সিংহ মূল ভিডিয়োর একটি অংশ পোস্ট করার পর তা সমাজমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। নেটাগরিকেরা বিভিন্ন মন্তব্যও করেন ভিডিয়োতে। কেউ কেউ বলেন, ‘বাবা-মেয়ের সম্পর্ককে অপমান করার দায়ে গ্রেফতার করা উচিত মহিলাকে।’ তবে তথ্যযাচাই সংস্থা জানায়, ওই নাটকটিতে আদৌ বাবা-মেয়ের বিয়ের অঙ্ক দৃশ্যায়িত হয়নি। সেখানে শ্বশুর এবং বৌমার বিয়ের দৃশ্য দেখানো হয়েছে।

জয়সিংহের পোস্ট করা ভিডিয়োর অংশে দেখা যায়, পরনে লাল শাড়ি, গলায় মঙ্গলসূত্র, কপালে সিঁদুর পরে এক মধ্যবয়স্কের পাশে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী (ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। তাঁকে বলতে শোনা যায়, ‘‘ইনি আমার বাবা। তবে এ বার আমরা পৃথিবীকে দেখিয়ে দিলাম, আমরা বিয়ে করে খুশি। কেউ আমাদের সমর্থন করেননি। কিন্তু আমরা বিয়ে করে নিয়েছি। এখন কেউ সমর্থন করুন বা না করুন, তাতে কিছু যায় আসে না।’’ ভিডিয়োয় তরুণী দাবি করেন, তাঁর বয়স ২৪। পাশে দাঁড়ানো বেশি দাবি করেন, তাঁর বয়স ৫০। এই ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায়।

তথ্যযাচাই সংস্থা জানিয়েছে, ভিডিয়োয় যে তরুণীকে দেখা যাচ্ছে, তাঁর নাম অঙ্কিতা কারোতিয়া। ইনস্টাগ্রামে তাঁর এক লাখের উপর অনুগামী রয়েছেন। ইনস্টাগ্রামের বায়োতে ওই সমাজমাধ্যম প্রভাবী নিজেকে এক জন ‘ভিডিয়ো ক্রিয়েটর’ এবং ‘প্র্যাঙ্কস্টার’ বলে পরিচয় দিয়েছেন। যে ইউটিউব চ্যানেলে ওই নাটকের দীর্ঘতর সংস্করণ পাওয়া গিয়েছে, সেখানে আরও অন্য বেশ কিছু নাটকও আপলোড হয়েছে। তরুণীর সঙ্গে থাকা অপর ব্যক্তিকে ওই ইউটিউব চ্যানেলের একটি ভিডিয়োয় অটোচালকের ভূমিকাতেও অভিনয় করতে দেখা গিয়েছে।

(এই প্রতিবেদনটি প্রথম প্রকাশের সময় সমাজবাদী পার্টির নেতার পোস্টের ভিত্তিতে লেখা হয়, ৫০ বছর বয়সি বাবাকে ২৪ বছর বয়সি কন্যা বিয়ে করেছেন। সেটি ভুল। ওই নেতার পোস্ট করা ভিডিয়োটি একটি নাটকের অংশ। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা আন্তরিক দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।)

Advertisement
আরও পড়ুন