Waqf (Amendment) Bill

মোদীর ওয়াকফ বিল সমর্থন করে ভাঙনের মুখে নীতীশের জেডিইউ! দল ছাড়ছেন মুসলিম নেতারা

চলতি বছরের শেষেই বিহারের বিধানসভা ভোট হওয়ার কথা। সে রাজ্যে অনগ্রসর মুসলিমদের একাংশ দীর্ঘ দিন ধরেই জেডিইউয়ের সঙ্গে রয়েছেন। কিন্তু এ বার পরিস্থিতি ঘোরালো করেছে ওয়াকফ বিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ০৯:৩৮
(বাঁ দিকে) নরেন্দ্র মোদী, নীতীশ কুমার (ডান দিকে)।

(বাঁ দিকে) নরেন্দ্র মোদী, নীতীশ কুমার (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সংসদে নরেন্দ্র মোদী সরকারের সংশোধিত ওয়াকফ বিল সমর্থন করে চাপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডিইউ। ইতিমধ্যেই একাধিক প্রথম সারির মুসলিম নেতা দল ছাড়ার কথা ঘোষণা করেছেন। আরও কয়েক জন সেই পথে পা বাড়াতে পারেন বলে ইঙ্গিত।

Advertisement

বুধবার লোকসভায় ওয়াকফ বিল পেশের আগেই নীতীশের ঘনিষ্ঠ জেডিইউ নেতা তথা সে রাজ্যের বিধান পরিষদের সদস্য গুলাম ঘাউস সেটিকে ‘মুসলিম বিরোধী’ বলে চিহ্নিত করে তা প্রত্যাহারের দাবি তুলেছিলেন। কোনও অবস্থাতেই বিল সমর্থন না করার জন্য দলীয় নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই আর্জি নিষ্ফল হয়েছে। সংসদের দু’কক্ষেই বিল পাশ করিয়ে নিয়েছে মোদী সরকার।

ঘাউস অবশ্য এখনও আনুষ্ঠানিক ভাবে দল ছাড়েননি। কিন্তু বিহারের জেডিইউয়ের অন্য দুই প্রভাবশালী মুসলিম নেতা কাশিম আনসারি এবং মহম্মদ নওয়াজ মালিক বৃহস্পতিবার দল ছাড়ার কথা ঘোষণা করেছেন। সূত্রের খবর, লালুপ্রসাদের আরজেডিতে যোগ দিতে পারেন তাঁরা। ওয়াকফ বিতর্কের আবহেই মাস কয়েক আগে জেডিইউয়ের প্রাক্তন রাজ্যসভা সাংসদ তথা পসমন্দা (অনগ্রসর) মুসলিম নেতা আলি আনোয়ার কংগ্রেসে যোগ দিয়েছেন। চলতি বছরের শেষেই বিহারের বিধানসভা ভোট হওয়ার কথা। সে রাজ্যে অনগ্রসর মুসলিমদের একাংশ দীর্ঘ দিন ধরেই জেডিইউয়ের সঙ্গে রয়েছেন। কিন্তু ওয়াকফ বিতর্কের জেরে তা নীতীশের হাতছাড়া হতে পারে বলে অনেকে মনে করছেন

Advertisement
আরও পড়ুন