বাবার সঙ্গে কাম্যা। ছবি: এক্স (সাবেক টুইটার)।
বয়স মাত্র ১৭! নেশা বলতে বাবার সঙ্গে পাহাড় চড়া। কিন্তু কে জানত, ২৪ ডিসেম্বর আন্টার্কটিকার মাউন্ট ভিনসনের চূড়ায় পা রাখার পরেই তার মুকুটে জুড়বে নয়া পালক? বিশ্বের সর্বকনিষ্ঠা নারী হিসাবে সাত মহাদেশের সাত শৃঙ্গ জয়ের নজির গড়ে ফেলবে মুম্বইয়ের কাম্যা?
কাম্যা কার্তিকেয়ন। মুম্বইয়ের বাসিন্দা কাম্যা ইন্ডিয়ান নেভি চিলড্রেন্স স্কুলের ছাত্রী। বাবা এস কার্তিকেয়ন ভারতীয় নৌসেনার কম্যান্ডার পদে রয়েছেন। ১৩ বছর বয়সে বাবার হাত ধরে পর্বতারোহণের দুনিয়ার পা রাখা। তার পর থেকে একের পর এক নজির গড়েছে সে। ২০১৭ সালে আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো (৫৮৯৫ মিটার) জয়। তখন থেকেই সপ্তশৃঙ্গ জয়ের স্বপ্ন দেখার শুরু। ২০২০ সালে বিশ্বের সর্বকনিষ্ঠা নারী হিসাবে দক্ষিণ আমেরিকার মাউন্ট আকঙ্কাগুয়া (৬৯৬১ মিটার) জয়। এর পর চলতি বছরের মে মাসে নেপালের দিক দিয়ে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট (৮৮৪৮ মিটার) জয়। তখনও সর্বকনিষ্ঠা নারী হিসাবে নেপালের দিক দিয়ে এভারেস্টে চড়ার নজির গড়ে ফেলে ১৬ বছর বয়সি কাম্যা। যদিও, সর্বকনিষ্ঠা হিসাবে তিব্বতের দিক দিয়ে এভারেস্টে চড়ার রেকর্ড রয়েছে অন্ধ্রপ্রদেশের ১৩ বছর বয়সি পূর্ণা মালবতের। তবে নেপালে পর্বতারোহণের ক্ষেত্রে ন্যুনতম ১৬ বছর বয়স হওযা আবশ্যিক।
এর পর একে একে ইউরোপের মাউন্ট এলব্রাস (৫৬৪২ মিটার), অস্ট্রেলিয়ার মাউন্ট কোসিয়াজ়কো (২২২৮ মিটার), উত্তর আমেরিকার মাউন্ট ডেনালি (৬১৯৪ মিটার) জয়। ২৪ ডিসেম্বর সকালে আন্টার্কটিকার মাউন্ট ভিনসনের (৪৮৯২ মিটার) চূড়ায় পা রাখার সঙ্গে সঙ্গে শেষ হয় কাম্যার সাত মহাদেশের সফর। তবে নজির গড়ে কী বলছে মুম্বইয়ের মেয়ে? কাম্যার কথায়, ‘‘এখনও বিশ্বাস করতে পারছি না! ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম সপ্তশৃঙ্গ জয়ের। সাত বছর ধরে তিল তিল করে নিজেকে তৈরি করেছি। প্রতিটি শৃঙ্গ আমাকে সাহস এবং সহনশীলতার পাঠ দিয়েছে। আশা রাখি আমার গল্প অন্যদেরও প্রেরণা জোগাবে।’’ কাম্যা ও তার বাবাকে অভিনন্দন জানিয়েছে ভারতীয় নৌসেনাও। নৌসেনার একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এই জয় শুধু নৌসেনার জন্যই নয়, ভারতের জন্যও গর্বের!’’
কাম্যার সাফল্যের কথা শুনে এভারেস্ট-সহ সপ্তশৃঙ্গজয়ী বাঙালি পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত বলছেন, ‘‘এত কম বয়সে এই নজির গড়া সত্যিই অভাবনীয়! আমার মতে, এই জয় কাম্যার বাবা-মায়েরও, যাঁরা মেয়েকে পদে পদে উৎসাহ জুগিয়েছেন। নতুন প্রজন্মের পর্বতারোহীদের দেখে মনে হচ্ছে, অ্যাডভেঞ্চার স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব সঠিক হাতেই রয়েছে!’’ ভারত তথা বিশ্বের সর্বকনিষ্ঠ হিসেবে সাত মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ এবং আগ্নেয়গিরি জয়ের রেকর্ড রয়েছে সত্যরূপের। ২০১৯ সালে ৩৫ বছর ন’মাস বয়সে ওই রেকর্ড গড়েন তিনি।