রথ ভেঙে পড়ার দৃশ্য। ছবি: সংগৃহীত।
বেঙ্গালুরু শহরের অদূরে ঐতিহাসিক মাদ্দুরাম্মা মন্দিরে চলছিল বাৎসরিক উৎসব। সেই উৎসবের মাঝেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ১০০ ফুট উঁচু একটি রথ। শনিবার দুপুরে পারাপ্পানা অগ্রহারের রায়সান্দ্রায় ঘটনাটি ঘটেছে। রথের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে ২৪ বছর বয়সি এক যুবকের। গুরুতর আহত হয়েছেন আরও চার জন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম লোহিত। তিনি তামিলনাড়ুর হোসুরের বাসিন্দা ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, শনিবার ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো বাতাস বইছিল। অথচ খারাপ আবহাওয়া সত্ত্বেও মন্দিরের বার্ষিক ধর্মীয় অনুষ্ঠানে বিপুল ভক্তসমাগম হয়েছিল। অনুষ্ঠানের অংশ হিসেবে দু’টি বিশালাকার রথ মন্দিরের দিকে টেনে নিয়ে যাচ্ছিলেন ভক্তেরা। তখনই হঠাৎ দুর্ঘটনাটি ঘটে। প্রথম রথটি রায়সান্দ্রার কাছে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। রথের নীচে চাপা পড়ে যান লোহিত-সহ আরও অনেকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় লোহিতের। বাকিরা প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছেন। এর পর চিক্কা নাগমঙ্গলার কাছে এসে দ্বিতীয় রথটিও উল্টে যায়। যার জেরে রাস্তার দু’ধারে পার্ক করে রাখা বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দড়ি ধরে থাকা ভক্তেরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। দ্বিতীয় ঘটনায় কয়েক জন সামান্য আহত হলেও সকলেই নিরাপদে রয়েছেন।
স্থানীয়েরা জানাচ্ছেন, তীব্র বাতাস এবং বৃষ্টিপাতের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। হোস্কুরের বাসিন্দা এবং অনুষ্ঠানের আয়োজক রাকেশ বলেন, ‘‘মন্দিরের ১০০ বছরের ইতিহাসে এই প্রথম বার এমন ঘটনা ঘটল।’’ আহতদের মধ্যে ১৬ বছরের এক কিশোরীর অবস্থা আশঙ্কাজনক। অন্য দুজনের অবস্থা স্থিতিশীল হলেও তাঁদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনায় হেব্বাগোড়ি থানায় অভিযোগ দায়ের হয়েছে। আয়োজকদের বিরুদ্ধে অবহেলার কারণে মৃত্যুর মামলা দায়ের করেছেন ভক্তদের একাংশ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। রথ টানার সময় আয়োজকেরা প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা মেনে চলছিলেন কি না, সে সবও খতিয়ে দেখা হচ্ছে।