Chhath Puja Customs

সারা বছর সূর্যদেবের কৃপা পেতে চান? ছটপুজোর দিন ন’টি সহজ টোটকা মেনে চলুন

নির্জলা উপবাস রেখে এই পুজো করতে পারলে শুভ ফল পাওয়া যায় বলে কথিত আছে।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ০৭:১২
Perform these rituals on the day of Chhath Puja for being blessed throughout the year

—প্রতীকী ছবি।

আগামী বৃহস্পতিবার ছটপুজো। এই উৎসব সাধারণত বিহারে পালিত হয়ে থাকে। তবে বর্তমান সময়ে দেশের নানা স্থানেই এই পুজো পালন করা হয়। এই পুজোয় ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলা সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা হয় এবং পরের দিন অর্থাৎ সপ্তমীর দিন ভোরবেলা অর্ঘ্য দেওয়ার মাধ্যমে পুজো শেষ হয়। নির্জলা উপবাস রেখে এই পুজো করতে পারলে শুভ ফল পাওয়া যায় বলে কথিত আছে। এরই সঙ্গে কিছু টোটকা যদি পালন করা যায়, তা হলে বিশেষ উপকার পাওয়া যায়।

Advertisement

টোটকা

১) এই দিন সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করুন। সম্ভব হলে উপবাস রেখে এই কাজ করতে পারেন।

২) ছটের দিন ছ’টা নারকেল নদীর জলে বা যে কোনও প্রবাহিত জলে ভাসিয়ে দিন।

৩) ছটপুজোর দিন যাঁরা উপবাস রাখেন, তাঁদেরকে সিঁদুর পরান। এই কাজটি করতে পারলে খুব ভাল হয়।

৪) এই দিন সামর্থ্য অনুযায়ী নারকেল, সুপারি, আখ, কলা, বাতাবি লেবু এবং পানিফল দান করুন।

৫) ছটপুজোর দিন অশ্বত্থ গাছের নীচে একটা ঘিয়ের প্রদীপ জ্বালুন।

৬) এই দিন বাড়ির প্রত্যেক সদস্যকে ছোলার ডাল, করলা এবং লাউ খেতে দিন।

৭) যদি জন্মছকে রবির স্থান দুর্বল থাকে, তা হলে ছটপুজোর দিন একটা সূর্যযন্ত্রম স্থাপন করুন।

৮) এই দিন সূর্যদেবকে সামান্য গুড় নিবেদন করুন।

৯) এই দিন আপনার সাধ্যমতো যে কোনও জিনিস দান করুন। মনে করা হয়, এই দিন দান করলে সেই দানের ১০০ গুণ ফেরত পাওয়া যায়।

আরও পড়ুন
Advertisement