Astrological Benefits of Spices

শুভ কাজে বাধা আসছে? হতে হতেও ভেস্তে যাচ্ছে? তিনটি মশলার গুণে হবে সমস্যার সমাধান

কাজ ভেস্তে যাওয়া আটকানোর জন্য জ্যোতিষশাস্ত্রে একটি সহজ টোটকার কথা বলা রয়েছে। বাইরে যাওয়ার সময় রান্নাঘরের তিনটি মশলার যে কোনও একটি যদি আপনার সঙ্গে রাখেন, তা হলে খুব উপকার হবে।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ০৭:২৭
spices

—প্রতীকী ছবি।

আমরা নানা ধরনের কাজের চাপ মাথায় নিয়ে ঘুরে বেড়াই। কোনও কাজ হয়তো খুব সহজেই হয়ে যায়, আবার কোনও কাজ হতে অনেকটা সময় লেগে যায়। কোনও কোনও সময় কিছু বিশেষ কাজ বিভিন্ন কারণে ভেস্তেও যায়। গুরুত্বপূর্ণ কাজ শেষে এসে পণ্ড হয়ে গেলে মনখারাপ হওয়াটা স্বাভাবিক। এটি নানা কারণে হতে পারে। এটি নজরদোষের কারণে হতে পারে, আবার কখনও কখনও গ্রহের প্রভাবেও হতে পারে। এ ছাড়া অন্য কোনও কারণেও যে কোনও শুভ কাজ ভেস্তে যেতে পারে। কাজ ভেস্তে যাওয়া আটকানোর জন্য জ্যোতিষশাস্ত্রে একটি সহজ টোটকার কথা বলা রয়েছে। বাইরে যাওয়ার সময় রান্নাঘরের তিনটি মশলার যে কোনও একটি যদি আপনার সঙ্গে রাখেন, তা হলে খুব উপকার হবে। জরুরি কাজ ভেস্তে না গিয়ে তাড়াতাড়ি মিটে যাবে, ভাল ফলও পাবেন।

Advertisement

দেখে নেব কী কী জিনিস সঙ্গে রাখতে হবে:

লবঙ্গ: কোনও জরুরি কাজ বা যে কোনও শুভ কাজে যাওয়ার আগে পকেটে বা নিজের সঙ্গে পাঁচটা লবঙ্গ রাখুন। এতে যে কোনও কাজ হয়ে যাবে দ্রুত এবং সেই কাজ ভেস্তে যাওয়ার আশঙ্কাও অনেকটা কমে যাবে।

গোলমরিচ: যে কোনও কাজে যাওয়ার আগে সাতটা গোলমরিচ একটা কাগজে মুড়ে নিজের কাছে রেখে দিন। খুব ভাল ফল পাবেন। গোলমরিচগুলো যাতে কোনও ভাবে হারিয়ে না যায় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। কাজ মিটে গেলে বাড়িতে এসে সেই গোলমরিচগুলো আবার আগের জায়গায় রেখে দিতে পারেন।

এলাচ: বাইরে যাওয়ার সময় তিনটে এলাচ নিজের সঙ্গে রাখুন। এলাচের স্বাদ ভাল লাগলে সেটিকে মুখে দিয়েও শুভ কাজে যেতে পারেন। ভাল ফল পাবেন।

Advertisement
আরও পড়ুন