Astrological Tips

বুধের প্রতিকার পান্না কখন ও কী ভাবে ধারন করা উচিত? কী বলে জ্যোতিষশাস্ত্র?

কেন নব বিবাহিতদের পান্না ধারণ করতে নেই? কাদের জন্য পান্না ধারণ করা ভাল?

Advertisement
সুপ্রিয় মিত্র
কলকাতা শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২২ ১২:২২
কে বা কারা পান্না ধারন করতে পারেন?  

কে বা কারা পান্না ধারন করতে পারেন?   ছবি: সংগৃহীত

বুধ সূর্যের নিকটতম এবং ক্ষুদ্র গ্রহ। বুধের ক্রিয়া বা প্রভাব বুদ্ধির উপর বিশেষত উপস্থিত বুদ্ধির উপর। গণিত, হিসাবশাস্ত্র, ব্যবসা-বাণিজ্যের উপর প্রভাব বুধ গ্রহের।

বুধ নিচস্ত হলে বা বুধের কুপ্রভাবে বুদ্ধিভ্রম, মানসিক চঞ্চলতা, বিপথগামী করে তলে।

Advertisement

বুধ গ্রহের রত্ন পান্না। পান্না সবুজ স্বচ্ছ।

পান্না স্নায়ুর উপর অর্থাৎ স্নায়ুর সমস্যায় স্মৃতিভ্রম, মৃগী রোগ, উন্মাদনা বা মাথার গণ্ডগোল, তোতলামির চিকিৎসায় খুব ভাল ফল দান করে।

কে বা কারা পান্না ধারন করতে পারেন?

মিথুন, সিংহ, কন্যা, তুলা রাশি বা লগ্নের জাতক-জাতিকার জন্ম ছকে বুধ ভাল অবস্থান করার সহিত বুধ বক্রি, দগ্ধ বা অশুভ গ্রহের দ্বারা পীড়িত হলে পান্না ধারণ করতে পারেন।

নব বিবাহিতের পান্না ধারণ না করাই ভাল। কারণ পান্না উত্তেজনা প্রশমন করে।

পান্নার বিকল্প— অনিক্স (অনিক্স পান্না), অনিক্স ধারণের ক্ষেত্রে পান্নার দ্বিগুণ পরিমাণ ধারন করা উচিত। আকুয়ামেরিনা ইত্যাদি।

পান্নার প্রতিষেধক মুক্তো।

পান্নার সহিত প্রবাল, গোমেদ এবং ক্যাটসাইস না পরা উচিত।

কখন ধারণ করা উচিত?

বুধবার সকালে অথবা অশ্লেষা, জ্যেষ্ঠা এবং মঘা নক্ষত্রে সূর্য উদয়ের ৪৮ মিনিটের মধ্যে শোধন করে কনিষ্ঠায় ধারণ করা উচিত।

আরও পড়ুন
Advertisement