Astrological Tips

পরীক্ষা শুরু হচ্ছে? মার্চ মাসে কোন রাশি বিদ্যায় কেমন ফল পাবে? কী বলে জ্যোতিষশাস্ত্র?

মার্চের প্রথম দিকে কোন রাশি বিদ্যা শিক্ষায় শুভ ফল পাবে? কোন রাশি ততটাও ভাল ফল পাবে না?

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৩ ১৮:৪৬
Astrological tips for the month of March

বিদ্যা শিক্ষার ক্ষেত্রে কে কেমন ফল পাবে? ছবি: সংগৃহীত।

মেষ রাশির বিদ্যা শিক্ষার ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা। শুভফল প্রাপ্তির সম্ভাবনা উচ্চ শিক্ষার ক্ষেত্রেও। মাসের দ্বিতীয় অর্ধ বিশেষ শুভ সময় বিদ্যার্থীদের জন্য।

বৃষ রাশির বিদ্যা শিক্ষার ক্ষেত্রে মাসের প্রথম অর্ধ অধিক শুভ। পরবর্তী অর্ধে বিভিন্ন বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা প্রবল। উচ্চ শিক্ষার ক্ষেত্রে মাসের প্রথম অর্ধের অপেক্ষায় দ্বিতীয় অর্ধ অধিক শুভ।

Advertisement

মিথুন রাশির বিদ্যা শিক্ষার ক্ষেত্র শুভ হলেও মাসের দ্বিতীয় অর্ধে পরিবর্তনের সম্ভাবনা। উচ্চ শিক্ষার ক্ষেত্রে মাসের দ্বিতীয় অর্ধে সাফল্যের সম্ভাবনা বেশি।

কর্কট রাশির বিদ্যা শিক্ষার ক্ষেত্রে প্রতিকুলতার সম্ভাবনা আছে মাসের প্রথম অর্ধে। দ্বিতীয় অর্ধ তুলনামূলক শুভ। উচ্চ শিক্ষার ক্ষেত্রে মাসের প্রথম অর্ধে প্রয়োজনীয় কর্ম সেরে ফেলাই ভাল।

সিংহ রাশির বিদ্যা শিক্ষার ক্ষেত্র শুভ। মাসের প্রথম অর্ধ অধিক শুভ। উচ্চ শিক্ষার ক্ষেত্রে আশানুরূপ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। বিদ্যা শিক্ষা সংক্রান্ত মানসিক অশান্তি, হতাশা সমস্যা দিতে পারে।

কন্যা রাশির বিদ্যা শিক্ষার ক্ষেত্র শুভ হলেও মাসের প্রথম অর্ধ অধিক শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে মাসের দ্বিতীয় অর্ধ শুভ। উচ্চ শিক্ষার ক্ষেত্রে মাসের দ্বিতীয় অর্ধ শুভ।

তুলা রাশির বিদ্যা শিক্ষার ক্ষেত্রে মাসের প্রথম অর্ধের তুলনায় দ্বিতীয় অর্ধ অধিক শুভ। উচ্চ শিক্ষার ক্ষেত্রে মাসের প্রথম অর্ধ শুভ।

বৃশ্চিক রাশির বিদ্যা শিক্ষার ক্ষেত্রে মাসের প্রথম অর্ধের তুলনায় দ্বিতীয় অর্ধ অধিক শুভফল প্রাপ্তির সম্ভাবনা। উচ্চশিক্ষার ক্ষেত্র শুভ।

ধনু রাশির বিদ্যা শিক্ষার ক্ষেত্র শুভ হলেও মাসের প্রথম অর্ধ অধিক শুভ। উচ্চ শিক্ষার ক্ষেত্র মাসের প্রথম অর্ধের তুলনায় দ্বিতীয় অর্ধ অধিক শুভ।

মকর রাশির বিদ্যা শিক্ষার ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা।হতাশা সমস্যা দিতে পারে। উচ্চ শিক্ষার ক্ষেত্র শুভ।

কুম্ভ রাশির বিদ্যা শিক্ষার ক্ষেত্র মাসের প্রথম অর্ধ অপেক্ষা দ্বিতীয় অর্ধ শুভ। উচ্চ শিক্ষার ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম।

মীন রাশির বিদ্যা শিক্ষার ক্ষেত্রে মাসের প্রথম অর্ধ শুভ। উচ্চ শিক্ষার ক্ষেত্র ও শুভ। মাসের প্রথম অর্ধ অধিক শুভ।

Advertisement
আরও পড়ুন