—প্রতীকী ছবি।
জীবন থাকলে সমস্যা থাকবেই। কিন্তু সমস্যা যেখানে রয়েছে, সেখানে সমাধানও রয়েছে। আমাদের জীবনে যে ধরনের সমস্যাই আসুক না কেন তার কোনও না কোনও সমাধান আমাদের ঠিক খুঁজে বার করে নিতে হবেই। এই ব্যাপারে আমাদের জ্যোতিষশাস্ত্র অনেকটা সাহায্য করতে পারবে। জ্যোতিষীর কাছ থেকে আমরা আমাদের জীবনের বহু সমস্যা সমাধানের জন্য নানা প্রকারের টোটকা জেনে নিতে পারি। যার ফলে আমাদের জীবন সমস্যা থেকে অনেকাংশে মুক্তি পেয়ে যায়। কিন্তু সমস্যার ধরন অনুযায়ী সমাধান ভিন্ন প্রকৃতির হয়। রুপোর গ্লাসে জল খেলে কোন কোন দিক থেকে ভাল ফল পেতে পারেন জানেন? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জেনে নিন রুপোর গ্লাসে জল খাওয়ার বিশেষ কিছু গুণাগুণ।
দেখে নেব রুপোর গ্লাসে জল খেলে কী উপকার পাওয়া যায়:
১) জন্মছকে চন্দ্রের অবস্থান খারাপ থাকলে রুপোর গ্লাসে জল খেলে শুভ ফল পাওয়া যায়। জীবনে যদি কোনও কাজ বহু দিন ধরে আটকে থাকে তা হলে বাধা কেটে যায়, কাজটি সম্পন্ন হয়।
২) রুপোর গ্লাসে জল খেলে রাহু শান্ত থাকে। যার ফলে জীবনে বিশেষ কোনও বাধা আসে না।
৩) রুপোর গ্লাসে জল খেলে শুক্র গ্রহের শুভ ফল পাওয়া যায়। এর ফলে জীবনে সুখ-সমৃদ্ধি এবং বৈভব আসে। শুক্র গ্রহ মজবুত থাকলে জীবনে টাকাপয়সার অভাবও হয় না।
৪) রুপোর গ্লাসে জল খেলে জীবনে মানসিক শান্তি থাকে। কোনও কারণে মানসিক চাপ থাকলে তা দ্রুত কেটে যায়।
৫) রুপোর গ্লাসে জল খেলে ধনসম্পত্তি চোখে পড়ার মতো বৃদ্ধি পায়।
৬) বাচ্চারা রুপোর গ্লাসে জল খেলে তাদের লেখাপড়ায় খুব ভাল মন বসে।