Venus Pleasing Tips

নয় সহজ টোটকা: কোনও ধাতু বা পাথর ধারণ না করেই জন্মছকে শুক্র থাকবে তুঙ্গে

জন্মছকে শুক্র গ্রহের অবস্থান শুভ হলে জীবন খুব সুন্দর হয়। কিন্তু জন্মছকে শুক্র গ্রহের খারাপ প্রভাব থাকলে জীবনে নানা দিক দিয়ে অশান্তি ভোগ করতে হয়।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৩৫
9 tips to strengthen your venus according to astrology

—প্রতীকী ছবি।

আমাদের জীবনে প্রত্যেকটা গ্রহের ভিন্ন ভিন্ন ফল আমরা পেয়ে থাকি। কখনও খুব শুভ ফল পাই, কিছু ক্ষেত্রে আবার অশুভ ফল পাই। আমরা সকলেই সর্বদা গ্রহের শুভ ফল পাওয়ার কামনাই করে থাকি। জন্মছকে শুক্র গ্রহের অবস্থান শুভ থাকলে জীবন খুব সুন্দর হয়। কিন্তু জন্মছকে শুক্র গ্রহের খারাপ প্রভাব থাকলে জীবনে নানা দিক দিয়ে অশান্তি ভোগ করতে হয়। শুক্র গ্রহের ভাল প্রভাবের ফলে দাম্পত্য জীবন সুখে কাটে। জ্যোতিষশাস্ত্র মতে শুক্র গ্রহকে সন্তুষ্ট রাখার বিশেষ কিছু উপায় রয়েছে।

Advertisement

দেখে নেব উপায়গুলো:

১) সকালবেলা একটু ঘি এবং দই দিয়ে ভাত খেলে শুক্র গ্রহ সন্তুষ্ট থাকে। সম্ভব হলে প্রতি দিন সকালবেলা ঘি আর দই খান।

২) চুল, দাঁড়ি এবং নখ সব সময় সকালের দিকে কাটতে হয়। রাতে বা সূর্যাস্তের পর কখনও এই কাজ করতে নেই, এতে শুক্র গ্রহ অসন্তুষ্ট হন।

৩) চুল, দাঁড়ি এবং গোঁফ সর্বদা সুন্দর করে কেটে রাখা উচিত।

৪) বাড়ির মহিলারা সব সময় পরিষ্কার জামাকাপড় পরবেন। এতে শুক্রদেব সন্তুষ্ট হন।

৫) পুরুষ এবং মহিলা, উভয়েই গায়ে যে কোনও সুগন্ধি মেখে থাকবেন। এর ফলে শুক্রের শুভ ফল পাওয়া যায়।

৬) পুরুষরা মাঝেমধ্যেই বাড়ির মহিলাদের নিজের সাধ্যমতো কিছু না কিছু উপহার দিন।

৭) বাড়িতেই আছেন সেটা ভেবে ঘরে নোংরা, ছেঁড়া জামাকাপড় পরে থাকবেন না। এর ফলে শুক্র অসন্তুষ্ট হন।

৮) প্রতি শুক্রবার নিজের সাধ্যমতো সাদা কোনও দ্রব্য মন্দিরে অর্পণ করুন।

৯) প্রতি দিন স্নান করুন।

Advertisement
আরও পড়ুন