Vomiting Problem

চারচাকা গাড়ি, বাসে উঠলেই বমি হয়? ওষুধের বদলে ঘরোয়া টোটকায় ভরসা রাখতে পারেন

মি হলে শরীর দুর্বল হয়ে যায়। তখন ওষুধ খেলেও অস্বস্তি হতে থাকে। এক্ষেত্রে কাজে লাগতে পারে ঘরোয়া কিছু টোটকা। যেগুলি বমি আটকাতে সাহায্য করে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১৯:১০
ঘরোয়া উপায়ে বমি কমান।

ঘরোয়া উপায়ে বমি কমান। ছবি: সংগৃহীত।

অনেকেই বাসে ওঠেন না বমি হওয়ার ভয়ে। চারচাকা গাড়িতে উঠলেও, জানলার ধারে বসেন বমি হওয়ার আশঙ্কায়। একে তো যাতায়াতের ধকল, তার উপর বমি হলে শরীর দুর্বল হয়ে যায়। তখন ওষুধ খেলেও অস্বস্তি হতে থাকে। এক্ষেত্রে কাজে লাগতে পারে ঘরোয়া কিছু টোটকা। যেগুলি বমি আটকাতে সাহায্য করে।

Advertisement

১)লবঙ্গও এ সময়ে স্বস্তি দিতে সক্ষম। হঠাৎ বমি পেলে একটি লবঙ্গ কিছু ক্ষণ মুখে রেখে দিতে পারেন। অস্বস্তি কমবে।

২) অনেক সময়ে এক বারে বমি থামে না। বারবার বমি হতেই থাকে। এ সময়ে আদার রস কাজে লাগতে পারে। কিছুটা আদা কুচিয়ে সঙ্গে রেখে দিন। অল্প অল্প করে মুখে দিয়ে রাখুন। কিছু ক্ষণে বমি বন্ধ হয়ে যাবে।

৩) এমন সময়ে মৌরি খুব সাহায্য করতে পারে। সাধারণত মুখশুদ্ধি হিসাবে খাওয়া হলেও মৌরির গুণ অনেক। বমি ভাব হলেও কিছুটা মৌরি চিবিয়ে খেয়ে নেওয়া যায়। অথবা মৌরি ভেজানো জলও খাওয়া যেতে পারে

আরও পড়ুন
Advertisement