Winter Food Habits

শীতে ঘন ঘন গরম চায়ে চুমুক দিচ্ছেন? সঙ্গে কোন খাবারগুলি খেলে মুশকিল হতে পারে?

চায়ের সঙ্গে ‘টা’ না হলে চলে না। তবে কিছু খাবার চায়ের সঙ্গে খেলে পেটের গোলমাল হতে পারে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১৩:৪৪
চায়ে চুমুক দিন বুঝেশুনে।

চায়ে চুমুক দিন বুঝেশুনে। ছবি: সংগৃহীত।

চা খেলে চনমনে হয় মন এবং শরীর। তা ছাড়া মস্তিষ্ক সচল রাখতেও চায়ের জুড়ি মেলা ভার। পুষ্টিবিদরা জানাচ্ছেন, চায়ের সঙ্গে কী খাচ্ছেন, শরীরের ভালমন্দের ক্ষেত্রে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। কয়েকটি খাবার রয়েছে, যেগুলি চায়ের সঙ্গে খেলে বাড়বে বিপদ।

Advertisement

দুগ্ধজাত খাবার

চায়ে পলিফেনলস নামক আরও এক ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে। এই অ্যান্টি-অক্সিড্যান্ট শরীরের বাড়তি মেদ ঝরিয়ে ফেলতে পারে। কিন্তু দুধ-চা খেলে এই উপকারিতা পাওয়া যায় না। দুধ পলিফেনলের গুণাগুণ নষ্ট করে দেয়। তাই পুষ্টিবিদরা দুধ-চায়ের বদলে লিকার চা খাওয়ার কথা বলে থাকেন।

মিষ্টি

চায়ের সঙ্গে কেক, বিস্কুট খুবই জনপ্রিয় ‘টা’। কিন্তু পুষ্টিবিদরা জানাচ্ছেন, চায়ের সঙ্গে এই মিষ্টিজাতীয় খাবারগুলি কখনও খাবেন না। এর ফলে শরীরে উচ্চ রক্তচাপের মাত্রা বেড়ে যেতে পারে। এমনকি, ডায়াবিটিস হওয়ার ঝুঁকি রয়েছে বলে মনে করছেন পুষ্টিবিদরা

টক জাতীয় খাবার

যে খাবারগুলিতে অ্যাসিড রয়েছে, চায়ের সঙ্গে তেমন কিছু খাবার ভুলেও খাবেন না। চায়ে ক্যাটেচিন নামক অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে, যেগুলি অ্যাসিডের সঙ্গে মিশে হজমের গোলমালের কারণ হতে পারে।

Advertisement
আরও পড়ুন