Bladder Cancer

প্রস্রাবের বেগ রয়েছে কিন্তু হচ্ছে না, এমনটা মারণরোগের লক্ষণ হতে পারে

ক্যানসার যদিও বয়স দেখে বাসা বাঁধে না। তবে মূত্রথলির ক্যানসার কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই পঞ্চাশোর্ধ্বদের মধ্যে বেশি দেখা যায়।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৩ ২১:১০
Symbolic image of Urine Bladder

মূত্রাথলির ক্যানসার হয়েছে কি না, বুঝবেন কী ভাবে? ছবি- সংগৃহীত

ক্যানসারের নাম শুনলেই ভয়ে ঘুম উড়ে যায়। দেহের অন্যান্য অংশের মতো মূত্রথলির ক্যানসার আক্রান্ত রোগীর সংখ্যা দিনে দিনে বাড়ছে। পরিসংখ্যান বলছে বিশ্ব জুড়ে প্রায় ২ লক্ষ মানুষ প্রতি বছর মূত্রথলির ক্যানসারে প্রাণ হারান। ক্যানসার যদিও বয়স দেখে বাসা বাঁধে না। তবে মূত্রথলির ক্যানসার বেশির ভাগ ক্ষেত্রেই পঞ্চাশোর্ধ্বদের মধ্যে বেশি দেখা যায়। মূত্রথলির ক্যানসারের অন্যতম কারণ হল ধূমপান। এ ছাড়া যাঁদের ঘন ঘন প্রস্রাবে সংক্রমণ হয়, তাঁদেরও কিন্তু মূত্রথলিতে ক্যানসার হতে পারে। মহিলাদের তুলনায় পুরুষরা এই ক্যানসারে আক্রান্ত হন বেশি। বয়স বাড়লে অনেক পুরুষের মধ্যেই প্রস্রাব ধরে রাখার ক্ষমতা হ্রাস পায়। প্রাথমিক ভাবে এই লক্ষণটি দেখলেই সতর্ক হতে বলে থাকেন চিকিৎসকেরা। তবে সময় মতো ধরা পড়লে কিন্তু এই মারণরোগকে ঠেকিয়ে রাখা যায়।

Advertisement

শরীরে কোন কোন লক্ষণ দেখা দিলেই সতর্ক হতে হবে?

১) যদি প্রস্রাবে রক্ত মিশে থাকে, অবশ্যই সতর্ক হন।

২) মূত্রত্যাগ করার সময় যদি সব সময় জ্বালা বা ব্যথার অনুভূতি হয়, সে ক্ষেত্রেও সতর্ক হতে হবে।

৩) রাতে ঘুমোনোর পরেও যদি বারে বারে প্রস্রাব পায়, সাবধান হতে হবে।

৪) প্রস্রাবের বেগ থাকলেও প্রস্রাব হচ্ছে না? ফোঁটা ফোঁটা প্রস্রাব হচ্ছে? এই লক্ষণও কিন্তু মূত্রাশয়ের ক্যানসারের কারণ হতে পারে।

৫) দীর্ঘ দিন ধরে কোমরে যন্ত্রণা। অথচ বাতের ব্যথা নয়। সে ক্ষেত্রে মূত্রাশয়ের কোনও সমস্যা হচ্ছে কি না, দেখতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement