Alia Bhatt

‘মেয়ের কাছে শান্তি পাই, আর একটি জায়গায় ভাল থাকি’, মানসিক অসুস্থতার কথা জানালেন আলিয়া

একটি সাক্ষাৎকারে অভিনেত্রী নিজের ওই অসুস্থতার কথা প্রকাশ্যে এনেছেন। আলিয়া বলেছেন, ‘‘আমি বুঝতে পারি, অনেক সময়েই আমি নিজের মধ্যে থাকি না। তবে কিছু কিছু সময় আমি আবার অত্যন্ত বেশি মাত্রায় নিজের মধ্যে থাকিও।’’

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ১৭:২৫
আলিয়া ভট্ট।

আলিয়া ভট্ট। ছবি : ইনস্টাগ্রাম।

ছোট থেকেই এক জায়গায় বেশি ক্ষণ মন বসত না অভিনেত্রী আলিয়া ভট্টের। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে বা ক্লাসরুমে হঠাৎ হঠাৎ অন্যমনস্ক হয়ে পড়তেন। তখন আশপাশে কে কী বলছে, কিচ্ছুটি খেয়াল থাকত না। আলিয়া যেন সেখানে থেকেও নেই। শুধু শরীরটা বসে আছে। মন পড়ে আছে অন্য কোথাও। বড় হয়েও বহু বার ওই সমস্যার মুখোমুখি হয়েছেন। কিন্তু, পাত্তা দেননি। বাবা-মাও ভেবেছেন মেয়ে খামখেয়ালি। কিন্তু আলিয়া সম্প্রতি জানতে পেরেছেন, তাঁর ওই সমস্যা আদতে এক ধরনের মানসিক অসুস্থতা। যার পোশাকি নাম এডিএইচডি বা অ্যাটেনশন ডেফিসিট/ হাইপারঅ্যাক্টিভিটি ডিজ়অর্ডার। আলিয়া বলেছেন, ‘‘আমি কিছু দিন আগে নিজের মনস্তাত্ত্বিক পরীক্ষা করাই। তাতেই জানতে পারি, আমার এডিএইচডি রয়েছে। আমার বন্ধুদের ব্যাপারটা বলতে ওরা বলল, ‘আমরা তো বরাবরই জানতাম’। অথচ, আমি নিজেই জানতাম না।’’

Advertisement
আলিয়া বলেছেন, আমি যখন রাহার সঙ্গে থাকি, তখন আমি একটুও অন্যমনস্ক থাকি না। প্রতিটা মুহূর্ত আমি অনুভব করি।

আলিয়া বলেছেন, আমি যখন রাহার সঙ্গে থাকি, তখন আমি একটুও অন্যমনস্ক থাকি না। প্রতিটা মুহূর্ত আমি অনুভব করি। ছবি: ইনস্টাগ্রাম

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী নিজের ওই অসুস্থতার কথা প্রকাশ্যে এনেছেন। আলিয়া বলেছেন, ‘‘আমি বুঝতে পারি, অনেক সময়েই আমি নিজের মধ্যে থাকি না। তবে কিছু কিছু সময় আমি আবার অত্যন্ত বেশি মাত্রায় নিজের মধ্যে থাকিও। যেমন, আমি যখন রাহার (আলিয়া এবং রণবীর কপূরের কন্যা) সঙ্গে থাকি, তখন আমি একটুও অন্যমনস্ক থাকি না। প্রতিটা মুহূর্ত আমি অনুভব করি। ভাল থাকি।’’

আলিয়ার ওই মানসিক সমস্যা তাঁর কাজের ক্ষেত্রে তেমন বাধা তৈরি করেনি কখনও।

আলিয়ার ওই মানসিক সমস্যা তাঁর কাজের ক্ষেত্রে তেমন বাধা তৈরি করেনি কখনও। ছবি: ইনস্টাগ্রাম

তবে আলিয়ার ওই মানসিক সমস্যা তাঁর কাজের ক্ষেত্রে তেমন বাধা তৈরি করেনি কখনও। অন্তত তেমনই বক্তব্য অভিনেত্রীর। তিনি বলেছেন, ‘‘আমি এক জায়গায় বেশি ক্ষণ বসে থাকতে পারি না। আমি আমার মেকআপের চেয়ারেও ৪৫ মিনিটের বেশি বসি না। ওই সময়ের মধ্যেই আমার মেকআপ শিল্পীকে কাজ শেষ করে নিতে হয়। কিন্তু, ক্যামেরার সামনে আমি অন্য রকম।’’ আলিয়া বলেছেন, রাহাকে ছাড়া তিনি সম্পূর্ণ মনোযোগী থাকেন ক্যামেরার সামনে থাকলে। আলিয়ার ব্যাখ্যা, ‘‘রাহা তো কিছু দিন হল আমার জীবনে এসেছে। তার আগে থেকেই আমি দেখেছি, ক্যামেরার সামনে এলে আমি অন্য মানুষ হয়ে যাই। তখন আমার মাথা জুড়়ে থাকে ওই চরিত্রটা। যে চরিত্রে আমি অভিনয় করছি। রাহা আর ক্যামেরা। এই দু’টি মুহূর্তেই আমি সবচেয়ে বেশি শান্তিতে থাকি। মন ভাল থাকে আমার। নিজের মধ্যে থেকে নিজেকে অনুভব করতে পারি আমি।’’

সেপ্টেম্বরেই আলিয়ার ‘এডিএইচডি’ ধরা পড়ে। আপাতত তাঁর হাতজোড়া কাজ। ১১ অক্টোবর মুক্তি পেয়েছে আলিয়ার ছবি ‘জ়িগরা’। এর পরে সঞ্জয় লীলা ভন্সালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ দেখা যাবে তাঁকে। ওই ছবিতে আলিয়ার সঙ্গে অভিনয় করেছেন স্বামী রণবীর এবং তাঁর ‘রাজ়ি’ ছবির সহ-অভিনেতা ভিকি কৌশল। পরে যশরাজ ফিলমসের ‘আলফা’তেও তাঁকে দেখা যাবে অভিনেত্রী শর্বরী ওয়াগের সঙ্গে।

আরও পড়ুন
Advertisement