Will Smith

Will Smith: চড় মারার পর প্রথম বার ভারতে পা! মুম্বইয়ে খোশমেজাজেই ধরা দিলেন উইল স্মিথ

ভারতে এই প্রথম নয়, আগেও এসেছেন 'কিং রিচার্ড'। তবে বিতর্ক তখন পিছু ধাওয়া করেনি অভিনেতার।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২২ ১৪:৫০
মিষ্টি হেসে সবার সঙ্গে কথা বললেন উইল স্মিথ

মিষ্টি হেসে সবার সঙ্গে কথা বললেন উইল স্মিথ

শনিবারের বারবেলায় মুম্বই বিমানবন্দরে হঠাৎ চমক। অস্কার জয়ী অভিনেতা উইল স্মিথকে বেরোতে দেখা গেল। নিমেষে ছেঁকে ধরলেন ভক্তরা। ছুটে এল পাপারাৎজি। আর উইলও মিষ্টি হেসে সবার সঙ্গে কথা বললেন।

ভারতে এই প্রথম নয়, আগেও এসেছেন ‘কিং রিচার্ড’। ২০১৯ সালে 'দ্য বাকেট লিস্ট' ছবির শ্যুটিংয়ে বলিউডের কয়েক জন তারকার সঙ্গে দেখা করতে এসেছিলেন মার্কিন অভিনেতা। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার-২’-এর একটা দৃশ্যেও শ্যুট করে গিয়েছিলেন উইল। হরিদ্বার ঘুরে দেশে ফিরেছিলেন। তার পর আবার তাঁকে দেশের মাটিতে দেখে উচ্ছ্বসিত ভারতীয়রা। আবার কি কোনও নতুন ছবির কাজে? তা অবশ্য জানা যায়নি।

Advertisement

২০২২ অস্কার মঞ্চে ক্রিস রককে চড় মেরে বড়সড় বিতর্কে জড়িয়ে পড়েছেন উইল। আগামী ১০ বছর তিনি অস্কার থেকে বঞ্চিত থাকবেন, এমনটাই শাস্তি জারি হয়েছে। উইল স্মিথের স্ত্রী, অভিনেত্রী জাডা পিঙ্কেট স্মিথের মাথায় কম চুল নিয়ে মস্করা করেছিলেন ক্রিস রক। অস্কার মঞ্চে উঠে কৌতুকশিল্পী-সঞ্চালককে সপাটে চড় কষান স্মিথ। সেই ঘটনার পর বেশ খানিকটা সময় পেরিয়ে গিয়েছে। মুম্বই বিমানবন্দরে দেখা দেওয়া উইল স্মিথকে বেশ হাসিখুশি আর ঝরঝরে দেখাচ্ছিল। ভক্তরা মনে করছেন, পুরনো তিক্ততা কাটিয়ে উঠে হয়তো নতুন কোনও স্রোতে গা ভাসিয়েছেন ‘দ্য পারসুট অব হ্যাপিনেস’-এর অভিনেতা।

Advertisement
আরও পড়ুন