Shah Rukh Khan

চোখে হারাতেন এক সময়, এখন তিনি ঘোর সংসারী, ফের একসঙ্গে এক জায়গায় শাহরুখ-প্রিয়ঙ্কা!

শোনা যায় অভিনেতা নাকি প্রিয়ঙ্কাকে মুম্বইয়ে একটি দ্বীপ উপহার দিয়েছিলেন। এ কথা গৌরীর কানে যেতেই নাকি মুখ দেখাদেখি বন্ধ হয় দু’পক্ষের। এ বার ফের একসঙ্গে ডন ও রোমা!

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৮:০৮
ফের একসঙ্গে শাহরুখ- প্রিয়ঙ্কা!

ফের একসঙ্গে শাহরুখ- প্রিয়ঙ্কা! ছবি: সংগৃহীত।

শাহরুখ খান তখন বিবাহিত। প্রিয়ঙ্কা চোপড়া প্রেম করেন শাহিদ কপূরের সঙ্গে। যদিও পর্দায় শাহরুখ-প্রিয়ঙ্কা জুটি বিপুল জনপ্রিয়। তাঁদের রসায়ন নিয়ে উচ্ছ্বসিত ছিল দর্শকমহল। শোনা যায়, সে সময়েই তলে তলে ব্যক্তিগত জীবনেও সম্পর্ক গড়ে উঠেছিল তাঁদের। প্রিয়ঙ্কার সঙ্গে তাঁর ‘সম্পর্ক’ নিয়ে কখনও মুখ খোলেননি শাহরুখও। বরাবরই প্রিয়ঙ্কাকে ‘সহকর্মী’ বলে পরিচয় দিয়েছেন। যদিও শোনা যায় অভিনেতা নাকি প্রিয়ঙ্কার জন্য মুম্বইয়ে একটি দ্বীপ উপহার দেন। শুধু তাই নয় নায়কের লন্ডনের বাড়িতে নাকি আনোগোনা ছিল প্রিয়ঙ্কার।

Advertisement

কিন্তু এ সব কথা গৌরীর কানে যেতেই পরিস্থিতি ঘুরে যায়। মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায় দু’পক্ষের। এই ঘটনার পর প্রায় দশ বছর পেরিয়ে গিয়েছে। এ বার ফের এক অনুষ্ঠানে প্রিয়ঙ্কা-শাহরুখ। এ বছর ফ্যাশনের তীর্থক্ষেত্র ‘মেটা গালা’ অনুষ্ঠানে প্রথম বার আত্মপ্রকাশ ঘটবে শাহরুখ খানের। এই প্রথম আন্তর্জাতিক ফ্যাশনের মঞ্চে দেখা যাবে বলিউডের ‘বাদশাহ’কে।

যদিও এই মঞ্চে প্রিয়ঙ্কা চোপড়া রয়েছেন দীর্ঘ দিন ধরেই। নজর কে়ড়েছেন ঐশ্বর্যা রাই থেকে দীপিকা পাড়ুকোন, আলিয়া ভট্টের মতো তারকারা। বলিউডের প্রথম পুরুষ শাহরুখ, যিনি মেট গালার লাল গালিচায় হাঁটবেন। ফলে কোন রূপে ধরা দেবেন শাহরুখ তা নিয়ে জল্পনা যেমন রয়েছে, তেমনই রয়েছে উৎসাহ।

তবে আরও একটি জল্পনায় ফুটছেন অনুরাগীরা। এ বছর কি মুখোমুখি হবে প্রাক্তন-যুগল? ২০১৭ সাল থেকে প্রিয়ঙ্কা মেটগালায় যাচ্ছেন। বিয়ের পর স্বামী নিক জোনাসের সঙ্গেই দেখা গিয়েছে তাঁকে। এ বার এক অনুষ্ঠানে শাহরুখের উপস্থিতিতে প্রিয়ঙ্কাও আসবেন। ফের কি কুশল বিনিময় করতে দেখা যাবে তাঁদের? কী ভাবে মুখোমুখি হবেন দু’জনে? আগ্রহের পারদ চড়ছে।

Advertisement
আরও পড়ুন