Maushumi Chatterjee

কেরিয়ারে একটিই ছবি! কেন অভিনয় থেকে দূরে মৌসুমীর ছোট মেয়ে মেঘা মুখোপাধ্যায়?

২০০৬ সালে প্রথম বড় পর্দায় দেখা গিয়েছিল অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের ছোট মেয়ে মেঘাকে। এখন মুম্বইয়ে কী করেন তিনি?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১৩:১০
Maushumi Chatterjee

কেন বড় পর্দা থেকে দূরে মৌসুমী চট্টোপাধ্যায়ের ছোট মেয়ে মেঘা মুখোপাধ্যায়? ছবি: সংগৃহীত।

মা মৌসুমী চট্টোপাধ্যায়ের মতো তাঁরও অভিনয়যাত্রা শুরু পরিচালক তরুণ মজুমদারের মাধ্যমে। ‘ভালবাসার অনেক নাম’ ছবিতে প্রথম বার বড় পর্দায় দেখা যায় মেঘা মুখোপাধ্যায়কে। সেই শেষ।

Advertisement

প্রবীণ অভিনেত্রী মৌসুমীর ছোট মেয়ে তিনি। এক সময় তাঁর মা কলকাতা, মুম্বই দাপিয়ে কাজ করেছেন। মেঘার ঠাকুরদা হেমন্ত মুখোপাধ্যায়। সুতরাং চলচ্চিত্রজগতের সঙ্গে বহু দিনের সম্পর্ক তাঁদের পরিবারের। কিন্তু তার পরেও ‌কেন সে ভাবে পর্দায় দেখা গেল না মৌসুমীর ছোট কন্যাকে? একটি ছবিতে অভিনয়ের পর আর কেন বড় পর্দায় দেখা গেল না মেঘাকে?

সম্প্রতি ‘আড়ি’ ছবির প্রচারের জন্য কলকাতায় এসেছিলেন মৌসুমী। সঙ্গে ছিলেন মেঘাও। প্রতিটি পদে মা-কে আগলে রাখছিলেন তিনি। ১৯ বছর আগে মেঘাকে বড় পর্দায় প্রথম দেখা গিয়েছিল। মুখের সেই মিষ্টত্ব এখনও একই রকম রয়েছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও পরিণত হয়েছেন। ওজন খানিকটা বেড়েছে। একটি ছবির পর কেন আর অভিনয় নিয়ে ভাবলেন না তিনি? মেঘা বলেন, “তরুণজেঠুর সঙ্গে যে কাজ নিয়ে আলোচনা হয়েছে, তেমন ভাল চিত্রনাট্য পেলে অবশ্যই করব।”

মুম্বইয়ে কী করেন তিনি? মেঘার জীবনের অনেকটা অংশ জুড়ে রয়েছে তাঁর পোষ্যরা। তাদের খাওয়া-দাওয়া সব কিছুর দায়িত্ব তাঁর। এ ছাড়াও সেখানে অনেক ধরনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। মেঘা বলেন, “মুম্বইয়ে অনেক ধরনের কাজ করেছি। কখনও সেলিব্রিটি জনসংযোগ আধিকারিক, কখনও আবার ট্যালেন্ট ম্যানেজার কখনও আবার ইভেন্ট ম্যানেজমেন্টও করেছি। কেউ জানতেও পারেনি আমি কার মেয়ে?” আপাতত পরিবারকেই পুরো সময় দিচ্ছেন মেঘা। দিদি পায়েলকে হারানোর পর মা-বাবার দায়িত্বও তাঁর কাঁধে। তাই এই মুহূর্তে অভিনয় নিয়ে সে রকম কোনও পরিকল্পনা নেই তাঁর।

Advertisement
আরও পড়ুন