Subhashree Ganguly-Raj Chakraborty

৪৯ বছরে পা দিলেন রাজ চক্রবর্তী! স্ত্রী শুভশ্রীর থেকে কী উপহার পেলেন ব্যারাকপুরের বিধায়ক?

জন্মদিন মানেই উপহার। এমন বিশেষ দিনে স্ত্রী শুভশ্রীর তরফে কী উপহার পেলেন রাজ চক্রবর্তী?

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪ ২০:০২
symbolic image.

রাজকে কী উপহার দিলেন শুভশ্রী? ছবি: সংগৃহীত।

৪৯ বছরে পা দিলেন পরিচালক রাজ চক্রবর্তী। ২১ ফেব্রুয়ারি, বুধবার ব্যারাকপুরে বিধায়কের জন্মদিন। সকালেই নিজেদের বিশেষ মুহূর্তের ছবির কোলাজ দিয়ে তৈরি ভিডিয়ো পোস্ট করে স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ভিডিয়ো পোস্ট করে শুভশ্রী লিখলেন, ‘‘আমার স্নোম্যান, সুপারম্যান, স্পাইডারম্যান, ব্যাটম্যান এবং সবচেয়ে ভাল এক জন মানুষ। আমি তোমায় সবচেয়ে বেশি ভালবাসি। শুভ জন্মদিন।’’

Advertisement

সকাল থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন রাজ। তবে জন্মদিন বলে কাজ থেকে ছুটি নেই। তিনি জনপ্রতিনিধি। তাই ব্যস্ততাও প্রচুর। জন্মদিনের সকালটা বাড়ির সদস্যদের সঙ্গেই কাটিয়েছে। পরে মুখ্যমন্ত্রীর ভাষা দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন। তার পর নিজের বিধানসভা ব্যারাকপুরে হাজির হয়েছেন রাজ। আনন্দবাজার অনলাইনকে তেমনটাই জানালেন ‘বার্থ ডে বয়’। রাজ আরও বলেন, ‘‘বাড়ি ফিরতে রাত হবে। তার পর যেটুকু সময় পাওয়া যায় বাচ্চাদের সঙ্গে কাটাব।’’

জন্মদিন মানেই উপহার। এমন বিশেষ দিনে স্ত্রী শুভশ্রীর তরফে কী উপহার পেলেন রাজ? পরিচালক বলেন, ‘‘বিগত কয়েক বছরে শুভ আমাকে জন্মদিনে ফোন উপহার দিত। কিন্তু এই বার থেকে ঠিক করেছি নতুন ফোন আমি তিন-চার বছরের আগে বদলাব না। তাই এ বার শুভর কাছে একটা পছন্দের পারফিউম চেয়ছিলাম। ও আমাকে সেটাই উপহার দিয়েছে। এখন আর জন্মদিন পালন করতে পছন্দ করি না। ছোটবেলায় ভাল লাগত।’’

Advertisement
আরও পড়ুন