Urvashi Rautela

ভারত-পাকিস্তান ম্যাচে ২৪ ক্যারেট সোনার আইফোন খোয়া গিয়েছে, এ বার পুলিশের দ্বারস্থ ঊর্বশী রাউতেলা

ঊর্বশীর সোনার আইফোন খোয়া গিয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম থেকে। টুইট করে জানিয়েও পরে সেটি মুছে ফেললেন অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ ১৩:০৬
অভিনেত্রী ঊর্বশী রাউতেলা।

অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। ছবি: সংগৃহীত।

রবিবার আমদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দিব্যি ভারত-পাকিস্তান ম্যাচ দেখছিলেন। কিন্তু আচমকা বিপত্তি। বিশ্বের বৃহত্তম এই ক্রিকেট স্টেডিয়াম থেকেই খোয়া গেল ঊর্বশী রাউতেলার আইফোন। যে সে ফোন নয়, একেবারে খাঁটি ২৪ ক্যারেট সোনায় মোড়া ফোন চুরি হয়ে গেল নরেন্দ্র মোদীর নামাঙ্কিত এই স্টেডিয়াম থেকে। অভিনেত্রীর দাবি, খেলা দেখতে গিয়েই ফোন হারিয়েছে তাঁর। সমাজমাধ্যমের পাতায় সাহায্য চান তিনি। পাশপাশি অনুরোধ করেন তাঁর ফোন ফিরিয়ে দেওয়ার। এর পর শুরু হয় কটাক্ষ, সমালোচনা। টুইট করে কেন ফোন চুরির কথা জানালেন অভিনেত্রী? সেই নিয়ে শুরু হয় জলঘোলা। ফোনের বিস্তারিত জানতে চেয়েছে আমদাবাদ পুলিশ। থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। রাতরাতি সেই টুইট মুছে দেন অভিনেত্রী।

Advertisement

রবিবার টিম ইন্ডিয়ার জার্সির রঙেই দর্শকাসনে দেখা গিয়েছিল ঊর্বশীকে। সব ভালই চলছিল। কিন্তু বিপত্তি টের পাওয়া গেল অনেক পরে। স্টেডিয়ামেই অভিনেত্রী খুইয়েছেন তাঁর দামি আইফোন! রবিবার ঊর্বশী সমাজমাধ্যমে একটি পোস্ট করে বিষয়টি অনুরাগীদের নজরে এনেছেন। তিনি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লিখেছেন, ‘‘আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আমার ২৪ ক্যারেটের সোনার আইফোনটা হারিয়েছি। যদি কেউ খোঁজ পান, দয়া করে সাহায্য করুন। যত শীঘ্র সম্ভব আমার সঙ্গে যোগাযোগ করুন।’’

ঊর্বশীর এই পোস্ট ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। অভিনেত্রীর সোনার ফোন রয়েছে জেনে অনেকেই ঠাট্টা করেছেন। কেউ কেউ আবার লিখেছেন, ‘‘মনে হচ্ছে, ফোনটা ঋষভ পন্থের কাছে রয়েছে।’’ একসময় ভারতীয় দলের এই উইকেট কিপারের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়ানোয় নানা ধরনের মশকরা চলছে। তবে টুইটটি মুছে দিলেও ঊর্বশী তাঁর ইনস্টাগ্রামের পাতায় লেখেন, ‘‘আমি অপেক্ষা করছি আমার ফোন ফিরে পাওয়ার।’’

আরও পড়ুন
Advertisement