lalit modi

Urfi-Sushmita-Lalit: ‘বিয়ে হয়নি’... ললিত-সুস্মিতার ঢঙে অনুরাগীর প্রেম-প্রস্তাবের উত্তর দিলেন উরফি

মেসেজের উত্তর দিন! ললিতের নকল করে উরফিকে বলেছিলেন এক অনুরাগী। উত্তরে পাল্টা দিয়েছেন উরফিও।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ জুলাই ২০২২ ১০:৫০
নতুন ট্রেন্ড নিয়ে এলেন ললিত-সুস্মিতা?

নতুন ট্রেন্ড নিয়ে এলেন ললিত-সুস্মিতা?

বলিউডে এখন চর্চার ভরকেন্দ্র ললিত মোদী আর সুস্মিতা সেনের দামাল প্রেম। গত ১৪ জুলাই আনুষ্ঠানিক ভাবে তাঁরা সম্পর্কের কথা জানালেও শুরুটা কি হয়েছিল অনেক আগেই? এমনটাই ধরে নিচ্ছেন অনেকে। অনুসন্ধান করে ভক্তরা বার করে ফেলেছেন ২০১৩ সালের এক টুইট। যেখানে প্রাক্তন আইপিএল কর্তা বিশ্বসুন্দরীকে ট্যাগ করে লিখেছিলেন, ‘আমার এসএমএস-এর উত্তর দাও।’

সেই টুইট নিয়ে সম্প্রতি মিম তৈরি হয়ে গিয়েছে। হাসাহাসি চলছে ললিতের অকপট প্রেম-প্রস্তাব নিয়েও। সেই একই ঢঙে এ বার এক অনুরাগী বার্তা দিলেন মডেল-তারকা উরফি জাভেদকে। তিনি লিখছেন, ‘আমার মেসেজের উত্তর দিন।’

Advertisement

সেই অনুরাগীর ছবি আর তার বার্তা পোস্ট করে উরফি পাল্টা উত্তর দিলেন ললিতের ঢঙেই। লিখলেন, ‘বিয়ে হয়নি। এখন শুধু ডেট করছি। পরে বিয়েতে গড়াতেও পারে।’

সেই দেখে হাসির রোল উঠল। নতুন প্রজন্মও কি ললিত-সুস্মিতার প্রেমকেই আদর্শ করছেন?

Advertisement
আরও পড়ুন