Salman Khan

‘ভাইকে রাত পর্যন্ত মদ্যপান করতে দেখেছি’, সলমনের পেশাদারিত্ব নিয়ে কী জানালেন সহ-অভিনেতা

বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বা পার্টি মাতিয়ে রাখতে যে তিনি সিদ্ধহস্ত, তা সকলেরই জানা। কিন্তু কাজের ক্ষেত্রে কতটা পেশাদার ভাইজান?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ ১৭:৫১
TV actor Ram Kapoor talked about Salman Khan’s sense of professionalism

সলমনের পেশাদারিত্ব নিয়ে মুখ খুললেন অভিনেতা। ছবি: সংগৃহীত।

অবিরাম কাজ করেন শাহরুখ খান। সারা দিনে সামান্য ঘুমিয়ে বাকিটা সময় কাজ নিয়েই ব্যস্ত থাকেন বলিউডের বাদশাহ। সময় নষ্ট করা তাঁর অভিধানে নেই। কিন্তু সলমন খান কেমন? বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বা পার্টি মাতিয়ে রাখতে যে তিনি সিদ্ধহস্ত, তা সকলেরই জানা। কিন্তু কাজের ক্ষেত্রে কতটা পেশাদার ভাইজান? সম্প্রতি মুখ খুললেন সহ-অভিনেতা রাম কপূর।

Advertisement

ছোট পর্দা থেকে কাজ শুরু করলেও, বলিউডের প্রথম সারির তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি। সেই তারকাদের পেশাদারিত্ব নিয়ে সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় রামকে। তখনই ওঠে সলমনের প্রসঙ্গ। রাম জানান, কোনও জমায়েতে উল্লাস হোক বা কাজ, সবটাই মন দিয়ে করেন সলমন। তিনি বলেন, “আমি সলমনকে পার্টিতে আনন্দ করতে ও মদ্যপান করতে দেখেছি। কিন্তু কোনও ছবির প্রস্তুতি নেওয়ার সময় তাঁর অন্য রূপ। রাত বারোটা পর্যন্তও শুটিং করেন সলমন। রাত একটা নাগাদ বাড়ি ফিরে রাত তিনটে পর্যন্ত শরীরচর্চা করেন। ওঁরা সকলে খুব পেশাদার।”

রাম এই সাক্ষাৎকারে অক্ষয় কুমারেরও প্রশংসা করেন। রামের কথায়, “শাহরুখ, আমির, অক্ষয় এঁরা প্রত্যেকেই খুব পেশাদার অভিনেতা। কিন্তু কিছু দিন আগেই অক্ষয়ের সঙ্গে একটি কাজ শেষ করেছি। সত্যি ওঁর মতো পেশাদার অভিনেতার সঙ্গে আমি জীবনে কাজ করিনি।”

কিছু দিন আগেই মুক্তি পেয়েছে সলমন খানের আসন্ন ছবি ‘সিকন্দর’-এর প্রথম ঝলক। সেই ঝলকেই সাড়া ফেলেছেন অভিনেতা। ছবিতে সলমনের বিপরীতে অভিনয় করেছেন রশ্মিকা মন্দানা। ২০২৫-এর ইদে মুক্তি পাবে এই ছবি।

Advertisement
আরও পড়ুন