Rahul-Priyanka

রোদ ঝলমলে শীতের সকালে ‘হুডখোলা ভালবাসা’-য় এক হলেন রাহুল-প্রিয়ঙ্কা?

রাহুল-প্রিয়ঙ্কা টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি। ছেলে সহজকে নিয়ে তাঁদের পৃথিবী। তাঁদের বিচ্ছেদের কথা জানেন না, এমন কেউ নেই। এ বার কি পাশা বদলাতে চলেছে?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২২ ১৯:০৮
তবে কি সব মনোমালিন্যের ইতি? এক হতে চলেছেন রাহুল-প্রিয়ঙ্কা!

তবে কি সব মনোমালিন্যের ইতি? এক হতে চলেছেন রাহুল-প্রিয়ঙ্কা! ফাইল চিত্র।

তিন জনের চোখে রোদচশমা। হুডখোলা জিপে সারি দিয়ে বসে আছেন।ক্যামেরার সামনে হাসিমুখে পোজ় দিয়েছেন মা-বাবা ও তাঁদের একরত্তি। শীতের আমেজে যে বেশ খোশমেজাজেই রয়েছেন তাঁরা, এই ছবি তেমন কথাই বলে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, প্রিয়ঙ্কা সরকার আর তাঁদের একমাত্র ছেলে সহজ। শনিবার সকালে একটা মন ভাল করা ছবি দিয়েই দিন শুরু করলেন রাহুল।

Advertisement

প্রিয়ঙ্কার সঙ্গে ভাঙা সম্পর্ক কি আবারও জুড়ল? চারিদিকে গুঞ্জন এমনটাই। তবে নিন্দকের কথায় কান দিতে রাজি নন তাঁরা কেউই। নিজেদেরকে অনেকটাই গুছিয়ে নিয়েছেন। ছেলে সহজ বড় হচ্ছে। মা-বাবা দুজনের ভালবাসাই যেন সমান ভাবে পায় সে, সেই কথা বরাবরই বলে এসেছেন রাহুল। তাঁদের সমস্যা কেনই বা প্রভাব ফেলবে সন্তানেরউপর! প্রিয়ঙ্কাও অনেকটা এমনই ভাবেন। তাই তো শীতের সকালে এমনই এক মিষ্টি ছবি ফ্রেমবন্দি হল। মন ভাল করা এমন ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়ে রাহুল লিখলেন,“হুডখোলা ভালবাসারা।” আগেও একসঙ্গে বহু বার ফ্রেমবন্দি হয়েছেনতাঁরা। তবে কি সব মনোমালিন্য মিটে গেল? আনন্দবাজার অনলাইনের তরফে প্রশ্ন করা হয় রাহুলকে। তখন তিনি জানিয়েছিলেন, এই বিষয় নিয়ে কোনও কথা বলতেই রাজি নন। তবে সত্যিটা কী? তা নিয়ে জল্পনা বাড়ছে।

Advertisement
আরও পড়ুন