Disha Patani

Bollywood: টাইগার-দিশার বিরুদ্ধে এফআইআর দায়ের, অভিযোগ কোভিডবিধি লঙ্ঘনের

কী করেছিলেন টাইগার ও দিশা? কী বলছে মুম্বই পুলিশ?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ জুন ২০২১ ১৩:১৯
টাইগার শ্রফ এবং দিশা পটানি

টাইগার শ্রফ এবং দিশা পটানি

এফআইআর দায়ের টাইগার শ্রফ এবং দিশা পটানির বিরুদ্ধে। কোভিডবিধি ভেঙে দুপুরবেলা মুম্বইয়ের রাস্তায় ঘুরে বেড়ানোর অভিযোগে পুলিশের খাতায় নাম উঠল দুই বলিউড তারকার।

বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দিশা ও টাইগার গাড়ি করে ঘুরছিলেন। পুলিশ তাঁদের পথ আটকায়। দুপুর ২টোর পরে বাড়ি থেকে বেরোনোর যথেষ্ট যুক্তি তাঁরা দেখাতে পারেননি। ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় মামলা হয়েছে তাঁদের বিরুদ্ধে। জামিনযোগ্য অপরাধ বলে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

Advertisement

মহারাষ্ট্র সরকারের প্রণয়ন করা নিয়মে সকাল ৭টা থেকে দুপুর ২টো পর্যন্ত সব অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খোলা থাকবে। ১৫ জুন পর্যন্ত এই নিয়মে লকডাউন চলবে সে রাজ্যে। পুলিশের বয়ান অনুযায়ী, টাইগার ও দিশা শরীরচর্চা করে ফিরছিলেন।

Advertisement
আরও পড়ুন