Tara Sutaria

Tara Sutaria: নতুন ছবিতে শক্তিশালী মহিলা চরিত্রে তারা সুতারিয়া, লড়াইয়ে জিতবেন কি?

‘অপূর্ব’ ছবিতে এক শক্তিশালী মহিলা চরিত্রে অভিনয় করছেন তারা সুতারিয়া। ভয়ঙ্কর রাতে মরণ-বাঁচন লড়াইয়ের মুখোমুখি নায়িকা

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ জুলাই ২০২২ ১৯:৩৮

বলিউডে সবসময়ই চর্চায় থাকেন এই অভিনেত্রী। খোলামেলা পোশাকে আগুন ছড়িয়ে বিতর্কে জড়িয়ে পড়েন ‘তারাসুন্দরী’। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন তারা। মিষ্টি হাসি, ও মোহময়ী লুকে নজর কাড়েন অনুরাগীদের। ‘মারজাভা’-য় তারার অভিনয়ও প্রশংসিত হয়। এক সময় ছোট পর্দার পরিচিত মুখ তারা মাত্র ৭ বছর বয়সে ‘তারে জমিন পর’, ‘গুজারিশ’-এর মতো ছবিতে গানও গেয়েছেন। কাজ করেছেন ভিডিয়ো জকি হিসাবেও।

Advertisement

বলিউডের এই নতুন তারা এখন ‘এক ভিলেন রিটার্নস’ ছবির প্রচারে বেজায় ব্যস্ত । ছবিতে অর্জুন কপূর, দিশা পটানি ও জন আব্রাহামের সঙ্গে দেখা যাবে তাঁকে। এর মধ্যেই নতুন ছবির ঘোষণা করে চমকে দিলেন বলিউডকে। নিখিল নাগেশ ভট্টর ‘অপূর্ব’ ছবিতে তারা একাই নায়িকা। ‘এক ভিলেন রিটার্নস’ – এর মতো অন্য কোনও নায়িকার সঙ্গে পর্দা ভাগ করতে হবে না তারাকে।গল্পে এক ভয়ঙ্কর রাতে বাঁচা-মরার লড়াই করতে দেখা যাবে এক মহিলাকে। এই শক্তিশালী মহিলার চরিত্রেই অভিনয় করছেন তারা। সূত্রের খবর, খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে শ্যুটিংয়ের কাজ। মুম্বই সংবাদসংস্থার কাছে নতুন ছবিতে তাঁর চরিত্র প্রসঙ্গে বলতে গিয়ে তারা বলেন, ‘‘এর চেয়ে ভাল গল্প আর হতেই পারে না। এই চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে আমি খুশি। ’’

Advertisement
আরও পড়ুন