প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা তাপসী এবং রাকুল।
৭২ তম প্রজাতন্ত্র দিবসে সংবিধানকে শুধু প্রকৃত অর্থে বোঝা এবং সেখানে উল্লেখিত কর্তব্যগুলি পালনের বার্তা দিলেন তাপসী পান্নু এবং রাকুল প্রীত সিংহ। ভারতের নাগরিক হিসেবে নিজেদের দায়িত্ব পালনের কথা মনে করিয়ে দিলেন বলিউডের দুই নায়িকা।
তাপসী লিখলেন, ‘আমরা যতটা আমাদের সংবিধানকে উদযাপন করি, ততটা ভাল করে সেটি পড়েও দেখব। ৭২ তম প্রজাতন্ত্র দিবসে এমনটাই আশা করছি। এটি দেশের প্রতি আমাদের ভালবাসা আরও বাড়িয়ে তুলবে। জয় হিন্দ।’ এর পাশেই একটি #হ্যাপিরিপাবলিকডে২০২১ হ্যাশট্যাগ দিয়ে তাপসী টুইট শেষ করেন।
তাপসীর সঙ্গে সুর মিলিয়ে টুইট করেন রাকুলও। দেশকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশবাসীকে উদ্বুদ্ধ করলেন তিনি। লিখলেন, ‘সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। আমি প্রার্থনা করি আমরা সকলে আমাদের কর্তব্যগুলি প্রকৃত অর্থে বুঝব এবং পালন করব। তা করলেই আমাদের দেশ আরও উন্নতির দিকে এগিয়ে যাবে। জয় হিন্দ।’
On 72nd Republic Day here’s wishing and hoping that we all read and understand our constitution as much as we celebrate it. Will help us be more patriotic than what we actually are.
— taapsee pannu (@taapsee) January 26, 2021
Jai Hind #HappyRepublicDay2021
Happy republic day to all! I hope and pray that we understand our duties rights in true sense and exercise them to make our country an even better place to be in. Jai hind pic.twitter.com/ZRmshc1PNm
— Rakul Singh (@Rakulpreet) January 26, 2021
রাকুলের সঙ্গে সহমত ইন্ডাস্ট্রিতে তাঁর সিনিয়র সুনীল শেট্টি। অন্তত তেমনটাই বলছে তাঁর টুইট। সুনীল লিখেছেন, ‘নিজের অধিকার বুঝে নেওয়াটা প্রয়োজনীয়। অন্যের অধিকারকে সম্মান করাটাও ততটাই জরুরি।’
It's important to know your rights, but it's equally important to respect others'.
— Suniel Shetty (@SunielVShetty) January 26, 2021
HAPPY REPUBLIC DAY#RepublicDay2021 #26January #knowyourrights #respecttherights #Constitution #constitutionofindia pic.twitter.com/P696NuGvV5
বর্তমান সময়ের জাতীয় নায়ক সোনু সুদও প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীদের। তবে অধিকার বুঝে নেওয়া বা দায়িত্ববোধ নিয়ে কোনও বার্তা ছিল না সেখানে। বরং নিজের রাস্তাতে সকলকে হাঁটার উপদেশ দিলেন তিনি। মানুষকে সাহায্য করার বার্তা দিয়ে লিখলেন, ‘কারও জীবনে পরিবর্তন আনার প্রতিজ্ঞা করুন। শুভ প্রজাতন্ত্র দিবস।’
Pledge to change a life.
— sonu sood (@SonuSood) January 26, 2021
Happy Republic Day , pic.twitter.com/tCWVatC2hq
এই মুহূর্তে বিদেশে থাকলেও নিজের দেশের কথা ভেবে আবেগপ্রবণ প্রিয়ঙ্কা চোপড়া। সারা বিশ্বজুড়ে শাসনকার্যে মহিলাদের ভূমিকার কথা মনে করিয়ে দিলেন তিনি। ভারতের মহিলা রাজনীতিবিদদের একটি ভিডিয়ো শেয়ার করে প্রিয়ঙ্কা লেখেন, ‘শাসনকার্যে মহিলাদের ভূমিকা নিয়ে অনেক গবেষণা এবং পড়াশোনা করে জেনেছি তাঁদের দক্ষতা কী ভাবে সমাজ এবং দেশকে উন্নত করে তুলেছে।’ নারী নেতৃত্বে বিষয়টি তাঁর কাছে খুব আকর্ষণীয় এবং শিক্ষামূলক বলে মনে হয়েছে বলে জানিয়েছেন নারীবাদ নিয়ে সদা সচেতন প্রিয়ঙ্কা।
I’ve been researching and reading a lot about women in governance across the world and how their skills have impacted communities and countries. It’s been enlightening, fascinating and so insightful to understand the importance of women in leadership.
— PRIYANKA (@priyankachopra) January 26, 2021
(1/3) pic.twitter.com/2XNYIdOFja