Deepika Padukon

Tapa Tini: টলিউড থেকে বলিউডে ছড়ালো ‘টাপা টিনি’! ‘বেলাশুরু’র গানের ছন্দে প্রিয়ঙ্কা-দীপিকা

সঞ্জয় লীলা ভন্সালীর ‘বাজিরাও মস্তানি’ ছবিতে নেচেছিলেন প্রিয়ঙ্কা-দীপিকা। একই সাজে একই ভাবে তাঁরা এ বার নেচেছেন ‘টাপা টিনি’র সঙ্গে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২২ ১৭:৩৫
 ‘টাপা টিনি’র ছন্দে প্রিয়ঙ্কা-দীপিকা

‘টাপা টিনি’র ছন্দে প্রিয়ঙ্কা-দীপিকা

প্রথম দিন থেকেই জনপ্রিয় উইন্ডোজ প্রযোজনা সংস্থার নতুন ছবি ‘বেলাশুরু’র বিয়ের গান ‘টাপা টিনি’। টলিউডের কমবেশি সব তারকা গানের সঙ্গে রিল বানিয়ে ফেলেছেন। তালিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য, অনিন্দ্য চট্টোপাধ্যায়, মনামী ঘোষ, এবং আরও। সেই গান জনপ্রিয় বলিউডেও! তালিকায় নতুন সংযোজন প্রিয়ঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন।

বিষয়টি কি? সঞ্জয় লীলা ভন্সালীর ‘বাজিরাও মস্তানি’ ছবিতে দীপাবলির মহারাষ্ট্রীয় গান ‘পিংগা’য় দুই বলিউড তারকার জমাটি নাচ সবাই দেখেছেন।
বদলায়নি সাজ। নাচের ছন্দ, মুদ্রা।শুধু আলোর উৎসবের গান বদলে গিয়েছে বিয়ের গানে। সাজও সে ভাবেই মিলে গিয়েছে।আপাতত ইউটিউবে এই নতুন রিল হটকেক।

Advertisement

৯ এপ্রিল প্রকাশ্যে এসেছে ছবির এই গান। তার পর থেকেই জনপ্রিয়তা ক্রমশ ঊর্ধ্বমুখী। ইমন চক্রবর্তী, উপালী চট্টোপাধ্যায়, খ্যাঁদার গাওয়া এই গানের কারিগর অনিন্দ্য চট্টোপাধ্যায়। ১৪ এপ্রিল কলকাতায় রণবীর কপূর-আলিয়া ভট্টের নকল বিয়ের আসর বসেছিল। সেখানেও দুই তারকার কাটআউটকে বর-কনে সাজিয়ে বিয়ে দেন তাঁদের বাংলার অনুরাগীরা। সেখানেও বাজতে শোনা গিয়েছে ‘টাপা টিনি’!

Advertisement
আরও পড়ুন