Sushmita Sen Shah Rukh Khan

‘ম্যায় হুঁ না’-র শুটিংয়ে প্রথম দিন গিয়ে শাহরুখকে দেখে আঁতকে উঠেছিলেন সুস্মিতা! কেন জানেন?

সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে সুস্মিতা সেন ‘ম্যায় হুঁ না’ নিয়ে ফাঁস করলেন এক গোপন কথা। কী ঘটেছিল শুটিং সেটে?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫৫
Sushmita Sen Makes Shocking Revelation About Shah Rukh Khan Being Part Of Main Hoon Na.

(বাঁ দিকে) সুস্মিতা সেন। শাহরুখ খান(ডান দিকে)। ছবি: সংগৃহীত।

‘বিবি নম্বর ওয়ান’, ‘দস্তক’, ‘সির্ফ তুম’— কেরিয়ারের শুরুতে সুস্মিতা সেনকে কাজের অভাবে বসে থাকতে হয়নি। একের পর এক সিনেমায় কাজ করছিলেন তিনি। কিন্তু সেই সময়ে ‘ম্যায় হুঁ না’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে কাজ করে নতুন করে নায়িকা হিসাবে প্রচারের আলোয় আসেন সুস্মিতা। ২০০৪ সালে মুক্তি পেয়েছিল এই সিনেমা। ‘ম্যায় হুঁ না’ মুক্তির পর কেটে গিয়েছে ২০ বছর। দু’দশক পেরিয়ে এসে সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে সুস্মিতা ‘ম্যায় হুঁ না’ নিয়ে ফাঁস করলেন এক গোপন কথা। প্রাক্তন এই ব্রহ্মাণ্ডসুন্দরী নাকি জানতেনই না যে, এই সিনেমায় তাঁর নায়ক শাহরুখ খান! জানার পর নাকি চমকে উঠেছিলেন তিনি।

Advertisement

‘সির্ফ তুম’ সিনেমার ‘দিলবার দিলবার’ গানের দৃশ্যে কোরিয়োগ্রাফার ছিলেন ফারহা খান। গানের দৃশ্যে সুস্মিতা আর সঞ্জয় কপূরের পর্দার রসায়ন আজও মনে থেকে গিয়েছে দর্শকের। সেই স্মৃতিতে ডুব দিয়ে সুস্মিতা বলেন, ‘‘দিলবার গানের শুটিংয়ের সময় ফারহা আমাকে বলেছিল, আমি সিনেমা বানালে তুমি অভিনয় করবে? আমি হ্যাঁ বলেছিলাম। তার পর অনেকগুলি বছর পর ফারহা আমাকে ওঁর প্রথম ছবি ‘ম্যায় হুঁ না’-তে অভিনয় করার জন্য প্রস্তাব দেয়। আমি ফারহাকে বলেছিলাম, আমায় কোথায় সই করতে হবে বলো?’’

ফারহার উপর সুস্মিতার এতটাই ভরসা ছিল যে, সিনেমার হিরো কে, কোথায় শুটিং হবে কিছুই জানতে চাননি। নির্দিষ্ট দিনে সেটে পৌঁছে যান সুস্মিতা। পরিচালক তখন অন্য ঘরে ছিলেন। ফারহাকে খুঁজতে খুঁজতে পাশের ঘরে যেতেই আঁতকে উঠেছিলেন সুস্মিতা। সোফার উপর বসেছিলেন শাহরুখ। সুস্মিতা নাকি ‘কিং খান’-এর সামনেই ফারহাকে জিজ্ঞেস করেছিলেন, ‘‘ফারহা, শাহরুখ খান এখানে কেন?’’ ফারহা হাসতে হাসতে নাকি বলেছিলেন, ‘‘সারপ্রাইজ় ছিল তোমার জন্য। সেই জন্য আগে থেকে কিছু জানাইনি।’’

Advertisement
আরও পড়ুন