Suneil Shetty

জামাই কেএল রাহুল জিতলেন ট্রফি, শ্বশুর সুনীলের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে জয়ী হতেই আকাশের দিকে ব্যাট তুলে ধরেন রাহুল। জামাইকে নিয়ে কী লিখলেন শ্বশুর?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৭:২৬
জামাইয়ের সাফল্যে কতটা গর্বিত সুনীল?

জামাইয়ের সাফল্যে কতটা গর্বিত সুনীল? ছবি: সংগৃহীত।

নিউ জ়িল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। রবিবার রাতে দুবাইয়ে তখন চলছে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ওভার। পিচে কে এল রাহুল ও রবীন্দ্র জাডেজা। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে জিততেই আকাশের দিকে ব্যাট তুলে ধরেন রাহুল। তখন টিভির পর্দায় স্বামীকে দেখছেন আথিয়া শেট্টি। এই মুহূর্তে আথিয়া অন্তঃসত্ত্বা। তাই মাঠে থাকতে পারেননি। জামাইয়ের এমন সাফল্যে খুশি শ্বশুর সুনীল শেট্টি। তার পরই জামাইকে নিয়ে পোস্ট করেন গর্বিত শ্বশুর। তাতেই নেটপাড়ায় প্রশংসিত সুনীল।

Advertisement

জয়ের পর এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) রাহুলের একটি ছবি পোস্ট করেন সুনীল। সেটি মাঠ ছাড়ার আগে রাহুলের আকাশের দিকে তাকিয়ে ব্যাট তুলে ধরার ছবিই। ক্যাপশনে লেখেন, ‘‘ভারতের ইচ্ছা! রাহুলের কমান্ড ...।’’ দুবাইয়ের মাটিতে ভারতের জয় সুনিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন রাহুল। ৩৪ রানে অপরাজিত ছিলেন তিনি। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালেও রাহুলের পারফরম্যান্স প্রশংসিত হয়েছিল। এ দিকে জামাইয়ের প্রতি শ্বশুরের এমন ভালবাসা দেখে কেউ লিখেছেন, ‘‘শেট্টি স্যার তাঁর জামাইয়ের জন্য পিআর করছেন’’, আবার কেউ লিখেছেন, ‘‘এই মুহূর্তে তিনি গর্বিত শ্বশুর বলাই বাহুল্য!’’ কারও মতে ‘‘ শ্বশুর হলে সুনীলের মতো হওয়া চাই।’’

Advertisement
আরও পড়ুন