Bangla Medium Serial

শুটিং বন্ধ করে ‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালের সদস্যরা পিকনিক করতে কোথায় গেলেন?

সিরিয়ালের শুটিং মানেই ছুটি নেই। ১৪ ঘণ্টা টানা শুটিং ফ্লোরে। কিন্তু তার ফাঁকেই নিজেদের মতো করে পরিকল্পনা করে ফেলল ‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালের টিম।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ ১৭:০৫
সব কাজ বন্ধ করে টিম ‘বাংলা মিডিয়াম’ বেরিয়ে পড়ল পিকনিকে।

সব কাজ বন্ধ করে টিম ‘বাংলা মিডিয়াম’ বেরিয়ে পড়ল পিকনিকে। ছবি: সংগৃহীত।

কথায় আছে, ইচ্ছে থাকলে উপায় হয়। ঠিক তেমনই উপায় বার করে ফেললেন ‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালের সদস্যরা। সিরিয়ালের শুটিং মানেই মাসে মাত্র এক দিনের ছুটি। এক মিনিটও নিশ্বাস ফেলার সময় নেই, এমনই পরিস্থিতি। কিন্তু এই নতুন টিমের কাছে বিষয়টা একটু অন্য। শীত পড়ছে। সঙ্গে ক্রিসমাসের আমেজ। রোল ক্যামেরা, লাইট, অ্যাকশন আর কত ক্ষণ ভাল লাগে! তাই তো সব কাজ বন্ধ করে গোটা টিম বেরিয়ে পড়ল পিকনিকে।

শীতকাল মানেই বাসে করে একসঙ্গে ঘুরতে যাওয়া আর জমিয়ে ভূরিভোজ। কাজের ব্যস্ততায় এই সব কিছুই যেন ইদানীং কমে গিয়েছে। তাই তো সুযোগ পেয়েই বুধবার সকাল সকাল ‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালের সদস্যরা আয়োজন করে ফেললেন চড়ুইভাতির। বাসে করে সকলে মিলে এই দিনটা কাটাবেন সিঙ্গুরের একটি রিসর্টে। সেখানেই রান্নাবান্না, হইহুল্লোড়।

Advertisement

আনন্দবাজার অনলাইনকে সিরিয়ালের নায়িকা তিয়াসা বলেন, “আমরা আছি, আর মজা হবে না, তা কখনও হয়! সকালবেলা বাসে করে আমরা সবাই চলে এসেছি। পকোড়া, মাছ ভাজা দিয়ে শুরু হয়ে গিয়েছে। আমি আর নীল একটা রিলও তৈরি করে ফেলেছি। দুপুরে আছে গরম গরম মাটন আর ভাত।”

বুধবার বিকেলেই কলকাতায় ফিরে আসবেন তাঁরা। তার পর আবার বৃহস্পতিবার থেকে শুটিং। ‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালের মাধ্যমে আবারও ছোট পর্দায় ফিরেছেন জনপ্রিয় জুটি নীল আর তিয়াসা। কিছু দিন হল শুরু হয়েছে এই সিরিয়াল। এই নতুন যাত্রায় তাঁরা কতটা ভালবাসা পান, সেটাই দেখার অপেক্ষা।

Advertisement
আরও পড়ুন